ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে কেজরিওয়ালকে সমন পাঠিয়েছিল নিম্ন আদালত। সেই সমনের বিরুদ্ধেই এবার উচ্চ আদালতের দ্বারস্থ হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। দিল্লি হাই কোর্টে তাঁর দাবি, এভাবে স্বতঃপ্রণোদিত সমন পাঠাতে পারে না নিম্ন আদালত। নিম্ন আদালতের এই মামলা খারিজ করারও আবেদন জানিয়েছেন কেজরিওয়াল।
গত ১৭ সেপ্টেম্বর আবগারি দুর্নীতি কেজরিওয়ালকে সমন পাঠিয়েছিল নিম্ন আদালত। তবে সেই আবেদনে সাড়া দেননি দিল্লির মুখ্যমন্ত্রী। পালটা এই সমন ও তাঁর বিরুদ্ধে চলা মামলা খারিজের আবেদন জানিয়ে দিল্লি হাই কোর্টে আর্জি জানালেন তিনি। অনুমান করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে চলেছে দিল্লি হাই কোর্টে। এ বিষয়ে কেজরিওয়ালের তরফে যুক্তি দেওয়া হয়েছে, ট্রায়াল কোর্টের বিচারক পিএমএলএর ধারা ৩-এর অধীনে অপরাধের স্বীকৃতি নিতে ভুল করেছেন। এবং অপরাধের সময় মুখ্যমন্ত্রী পদে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। বর্তমানে এই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তরবর্তীকালীন জামিনে মুক্ত রয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁকে গ্রেপ্তার করে ইডি। পরে আবগারি মামলায় কেজরিকে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট। কিন্তু সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দিল্লি হাই কোর্ট। সেই স্থগিতাদেশ চলাকালীনই তিহাড় জেলে গিয়ে কেজরিকে গ্রেপ্তার করে সিবিআই। আবগারি দুর্নীতি এবং বিরাট আর্থিক প্রতারণার অভিযোগে গত ১২ জুলাই ইডির মামলায় জামিন পান কেজরি। কিন্তু জেল থেকে বেরতে পারেননি কেজরি। কারণ সিবিআই গ্রেপ্তারির কারণে তাঁকে জেল হেফাজতে রেখেছিল আদালত। সিবিআইয়ের গ্রেপ্তারির বিরুদ্ধে ফের নতুন করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন কেজরি। সেখানেই মেলে জামিন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.