বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: ভোটের মুখে আম আদমি পার্টি (আপ)-র একের পর এক চাল। চাপে গেরুয়া ও হাত শিবির। মহিলাদের ২১০০ টাকা করে মাসিক ভাতা, ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, ১৮ হাজার টাকা মাসিক পুরোহিত ভাতা-সহ একাধিক ‘জনমুখী’ প্রকল্প আগেই ঘোষণা করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো কেজরিওয়াল। এবার দিল্লিতে বসবাসকারী বিপুল সংখ্যক জাঠ সম্প্রদায়কে খুশি করতে আরও এক পদক্ষেপ আপ সুপ্রিমোর। এই সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন তিনি।
রাজস্থান সরকার আগেই সেখানে বসবাসকারী জাঠ সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছে। ফলে তারা কেন্দ্রীয় সরকারের ওবিসিদের জন্য প্রকল্পের সুবিধা ভোগ করতে পারে যেমন দিল্লি বিশ্ববিদ্যালয়ে ওবিসিদের জন্য বরাদ্দ সংরক্ষণের সুবিধা পায়। কিন্তু দিল্লিতে বসবাসকারী জাঠ যুবকরা এই সুবিধা থেকে বঞ্চিত। বিষয়টি উল্লেখ করে আগেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন কেজরিওয়াল। কিন্তু তাঁর আবেদনে কর্ণপাত করেনি কেন্দ্র। এবার ভোটের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষয়টি স্মরণ করিয়ে ফের চিঠি দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।
চিঠিতে তিনি লেখেন, এর ফলে দিল্লিতে বসবাসকারী জাঠ সম্প্রদায়ের প্রতি অবিচার করছে কেন্দ্রীয় সরকার। তিনি আরও লেখেন, ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জাঠ সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার বিষয়টি নিয়ে তারপর আর কোনও উচ্চবাচ্য করেনি। কেজরিওয়ালের এই চিঠি নিঃসন্দেহে দিল্লি ভোটের আগে মাস্টারস্ট্রোক হতে পারে।
এমনিতেই দিল্লি এবং হরিয়ানা সংলগ্ন দিল্লিবাসী জাঠরা বিজেপির উপর খাপ্পা। কৃষকদের আন্দোলন, কুস্তিগিরদের হেনস্তার প্রতিবাদ ইত্যাদি ইস্যুতে তাঁদের ক্ষোভ চরমে। হরিয়ানাতেও জাঠেরা বিজেপির বিপক্ষেই ভোট দিয়েছেন। কেজরিওয়াল চাইছেন ওই জাঠদের ভোট পুরোপুরি আপ শিবিরে ফেরাতে। কারণ কংগ্রেসও জাঠ ভোটকেই টার্গেট করছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.