Advertisement
Advertisement

দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর অফিসে চুরি, খোয়া গেল বহু নথি

পূর্ব দিল্লির বিনোদ নগর অঞ্চলে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে৷

Delhi Dy CM Manish Sisodia’s office burgled
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 30, 2016 3:30 pm
  • Updated:December 30, 2016 3:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুরি হয়ে গেল দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর অফিসে৷ বৃহস্পতিবার গভীর রাতে মণীশ সিসোদিয়ার অফিসে হানা দিয়ে দরকারি কাগজপত্র, ল্যাপটপ, কম্পিউটার, সিসিটিভি ক্যামেরা এবং ডিভিআর নিয়ে চম্পট দিল একদল দুষ্কৃতী৷ পূর্ব দিল্লির বিনোদ নগর অঞ্চলের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে৷

এই ঘটনাটি সম্পর্কে শুক্রবার পুলিশকে জানানো হয়েছে৷ সূত্রের খবর, মন্ত্রীর অফিস থেকে চুরি গিয়েছে দুটি কম্পিউটার, লেটার প্যাড, হার্ড ডিস্ক, নথিপত্র, ডিজিটাল ভিডিও রেকর্ডার, সিসিটিভি ক্যামেরা৷ অফিসের তালা ভেঙে দুষ্কৃতীরা অফিসের ভিতরে প্রবেশ করেছিল বলেও জানা গিয়েছে৷ উপ-মুখ্যমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মী উপেন্দ্র জানিয়েছেন, “বৃহস্পতিবার রাত ২.৩০ মিনিট নাগাদ অফিসে প্রবেশ করে দুষ্কৃতীরা৷ অফিসের সব লুঠ করে নিয়ে পালিয়ে যায় তারা৷”

Advertisement

গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement