সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে আইবি আধিকারিকের খুনের ঘটনায় নাম জড়িয়েছে বহিষ্কৃত আপ কাউন্সিলরের ভাইয়েরও। সোমবার তাহির হোসেনের ভাই শাহ আলমকে গ্রেপ্তার করল দিল্লির ক্রাইম ব্রাঞ্চ। দিল্লি হিংসায় যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। এদিকে IB আধিকারিকের খুনেও তার ভূমিকা রয়েছে বলে খবর। এদিকে তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত তাহির বারবার দাবি করেছে, আইবি আধিকারিক অঙ্কিত শর্মাকে যখন খুন করা হয়, সেসময় তিনি বাড়িতেই ছিলেন না। তাহিরের বাড়ির দখল নিয়েছিল দাঙ্গাবাজরা।
Delhi Police Crime Branch has detained Shah Alam, brother of the suspended AAP Councilor Tahir Hussain (accused in Intelligence Bureau Officer Ankit Sharma murder case). pic.twitter.com/06lGf22eBR
— ANI (@ANI) March 9, 2020
বহিষ্কৃত আপ কাউন্সিলর তাহির হোসেনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন হত আইবি আধিকারিক অঙ্কিত শর্মার বাবা । প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৬৫ ধারা (অপহরণ) এবং ৩০২ ধারা (খুন)-এর মামলা রুজু হয়েছিল। এরপর থেকেই তার খোঁজ শুরু করে পুলিশ। কিন্তু সে আত্মগোপন করেছিলেন। ইতিমধ্যে তাকে দল থেকে সাসপেন্ড করেন অরবিন্দ কেজরিওয়াল। এরপর বৃহস্পতিবার বহিষ্কৃত আপ কাউন্সিলর তাঁর আইনজীবী মুকেশ কালিয়ার মাধ্যমে আদালতে আত্মসমর্পণের আরজি জমা করেন। পরে তার আত্মসমর্পণের আরজি খারিজ করে দেন বিচারক। বৃহস্পতিবারই শারীরিক পরীক্ষার পর তাকে কারকোডুমা আদালতে পেশ করা হয়।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যা/ হিংসা উপদ্রুত খাজুরি খাস এলাকায় আপ কাউন্সিলর তাহির হোসেনের বাড়ির ছাদে সার দিয়ে রাখা রয়েছে পেট্রল বোমা। আর একটি ভিডিওতে দেখা যায়, বাড়ির ছাদে লাঠি হাতে পায়চারি করছেন কয়েকজন। তাদের মধ্যে তাহিরও রয়েছেন। এবার তার ভাইকেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করল পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.