সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিকার ব্যারন বিজয় মালিয়ার বিরুদ্ধে দু’টি জামিন অযোগ্য পরোয়ানা জারি করল দিল্লি আদালত৷ শুক্রবার, বৈদেশিক মুদ্রা বিনিময় বিধি লঙ্ঘন ও ২০১২ সালে একটি মেকি চেক ইস্যু করার অভিযোগে মালিয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হল৷
পূর্ব নির্ধারিত একটি মামলার শুনানির জন্য এদিন মালিয়া আদালতে উপস্থিত না থাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুমিত দাস তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা ইস্যু করেন৷ এই মামলার পরবর্তী শুনানি ২২ ডিসেম্বর৷ মালিয়ার সংস্থার উৎপাদিত পণ্য বিদেশে বেআইনিভাবে বিক্রি ও বিজ্ঞাপন, বৈদেশিক মুদ্রা বিনিময় লঙ্ঘন করার অভিযোগে প্রায় ২০০০টি মামলার চূড়ান্ত শুনানি চলছিল এদিন৷ গত ৪ অক্টোবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতকে জানায়, মালিয়ার জরুরি ভিত্তিতে দেশে ফিরতে পারেন এবং তাঁর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা বিনিময় লঙ্ঘন সংক্রান্ত মামলার সম্মুখীন হতে পারেন৷ এর আগে, গত ৯ সেপ্টেম্বর মালিয়া আদালতের সশরীরে হাজিরা এড়ানোর আবেদন করেন৷ মালিয়ার দাবি, ভারত সরকার তাঁর পাসপোর্ট বরখাস্ত করেছে৷ তাঁর পক্ষে ভারতে গিয়ে আদালতে হাজির হওয়া সম্ভব নয়৷
ইডি সূত্রে খবর, লন্ডনে ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কিংফিশারের লোগো ব্যবহারের জন্য মালিয়া অবৈধভাবে একটি ব্রিটিশ ফার্মকে ২,০০,০০০ ডলার দিয়েছিলেন৷ পরপর তিন বছর মালিয়া ওই সংস্থাকে টাকা দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমতি ছাড়াই ওই বিপুল অঙ্কের টাকা লেনদেন হয় বলে অভিযোগ৷ ওই মামলায় মালিয়াকে সমন পাঠানো হয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.