Advertisement
Advertisement

Breaking News

Engineer Rashid

শপথ নিতে সংসদে যাবেন ‘টেরর ফান্ডিং’য়ে অভিযুক্ত রশিদ, শর্তসাপেক্ষে প্যারোল দিল আদালত

২০১৭ সালের এক টেরর ফান্ডিং মামলায় তিহাড় জেলে বন্দি ইঞ্জিনিয়ার রশিদ।

Delhi court grants custody parole to jailed Kashmiri leader Engineer Rashid
Published by: Subhajit Mandal
  • Posted:July 2, 2024 8:57 pm
  • Updated:July 2, 2024 8:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে কাটল কাশ্মীরের বারামুলার সাংসদ শেখ আবদুল রশিদের শপথ জটিলতা। আগামী ৫ জুলাই সংসদে গিয়ে শপথ নিতে পারবেন তিনি। এই মুহূর্তে ‘টেরর ফান্ডিং’য়ের অভিযোগে জেলবন্দি শেখ আবদুল রশিদ ওরফে ইঞ্জিনিয়ার রশিদ। তাঁকে শপথ নেওয়ার জন্য শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।

লোকসভার অধিবেশন শুরুর পরে সব সাংসদই শপথ নিয়ে ফেলেছেন। কিন্তু রশিদ (Sheikh Abdul Rashid) এবং পাঞ্জাবে খাদুর সাহিবের সাংসদ অমৃতপাল সিং জেলে বন্দি থাকায় এখনও শপথ পাঠ করেননি। শপথ নেওয়ার অনুমতি চেয়ে দুই সাংসদই আদালতের দ্বারস্থ হয়েছেন। পাতিয়ালা হাউস কোর্টে আবেদন করেছিলেন বারামুলার সাংসদ রশিদ। তাঁর আবেদনের ভিত্তিতেই আদালত এনআইএর (NIA) মতামত জানতে চায়। তদন্তকারী সংস্থা জানিয়েছে, আগামী ৫ জুলাই সাংসদ পদে শপথ নিতে পারেন প্রাক্তন ইঞ্জিনিয়ার রশিদ। তার জন্য প্রয়োজনীয় জামিনও দিতে আগ্রহী এনআইএ। তদন্তকারী সংস্থা আপত্তি না করায় রশিদকে প্যারোল দিয়ে দিল আদালতও।

Advertisement

[আরও পড়ুন: ‘হিংস্র তারাই, যারা…’, রাহুলের ‘হিন্দু’ মন্তব্যে ময়দানে পয়গম্বর বিতর্কে ‘বরখাস্ত’ নূপুর]

প্যারোলে থাকলেও রশিদের সঙ্গে সবসময় থাকবেন পুলিশ আধিকারিকরা। নিজের ফোন ব্যাবহার করতে পারবেন না তিনি। সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না ওমর আবদুল্লাকে হারানো রশিদ। তাঁর পরিবার শপথের সময় উপস্থিত থাকতে পারবেন। তবে কোনও ছবি কোনও ফোরামে পোস্ট করা যাবে না।

Advertisement

[আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জবাবি ভাষণে হট্টগোল বিরোধীদের, স্লোগানের মধ্যেই দুর্নীতি-তোষণ নিয়ে সরব মোদি]

২০১৭ সালের এক টেরর ফান্ডিং মামলায় তিহাড় জেলে বন্দি ইঞ্জিনিয়ার রশিদ।জম্মু-কাশ্মীর আওয়ামি ইত্তেহাদ পার্টির প্রতিষ্ঠাতা রশিদ এর আগে ২০০৮ ও ২০১৪ সালে লাঙ্গেট কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। ২০১৪ ও ২০১৯ – দু’বারই লোকসভা (Lok Sabha) নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে অংশ নিলেও জিততে পারেননি রশিদ। কিন্তু ৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার সময় দেখা যায় ইন্দ্রপতন ঘটিয়ে ওমর আবদুল্লাহ ২ লক্ষ ৪ হাজার ১৪২ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন আবদুল রশিদ শেখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ