Advertisement
Advertisement

Breaking News

Lalu

রেলের চাকরি দুর্নীতি মামলায় সপরিবার জামিন, স্বস্তি সপরিবার লালুর

ঠিক কী অভিযোগ সিবিআইয়ের?

Delhi court grants bail to Lalu Prasad Yadav। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 4, 2023 11:58 am
  • Updated:October 4, 2023 11:58 am  

সোমনাথ রায়, নয়াদিল্লি: জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রতিষ্ঠাতা লালুপ্রসাদ যাদব। জামিন পেলেন তাঁর স্ত্রী ও বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তাঁদের পুত্র বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। জমির বিনিময়ে রেলের চাকরির অভিযোগে দায়ের করা মামলায় এদিন তাঁদের জামিন দিল দিল্লির এক আদালত।

গত ৩ জুলাই এই মামলায় নতুন চার্জশিট দাখিল করেছিল সিবিআই। আর তারপরই ২২ সেপ্টেম্বর, লালু-রাবড়ি ও তেজস্বীকে সমন পাঠিয়েছিল আদালত। অবশেষে স্বস্তি পেলেন অভিযুক্তরা। এদিন বিশেষ সিবিআই বিচারক গীতাঞ্জলি গোয়েল তাঁদের জামিন মঞ্জুর করলেন।

Advertisement

[আরও পড়ুন: স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও বাড়তি টাকা দাবি, দিতে না পারায় মাঝপথে অস্ত্রোপচার থামালেন চিকিৎসক!]

ঠিক কী অভিযোগ সিবিআইয়ের? ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন লালু (Lalu Prasad Yadav)। সেই সময় তিনি জমির বিনিময়ে রেলে চাকরি দিতেন, অভিযোগ এমনই। ২০২২ সালের ১৮ মে সিবিআই একটি মামলা দায়ের করে। সেই মামলায় দাবি করা হয়, এক বেসরকারি সংস্থার নামে সম্পত্তি কিনে তার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল। পরে সেই সম্পত্তি বাজারদরের থেকে কমে কিনে নিয়েছিলেন লালুর পরিবারের সদস্যরা। সেই মামলাতেই এদিন জামিন পেলেন লালু-রাবড়িরা।

[আরও পড়ুন: বাংলায় বন্যা পরিস্থিতি! এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দানের সিদ্ধান্ত রাজ্যপালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement