Advertisement
Advertisement
Parliament Security Breach

সংসদে গ্যাস হামলা: অভিযুক্তের জামিন নাকচ, থাকতে হবে জেলেই

অভিযুক্তদের মধ্যে ৪ জন রয়েছে পুলিশি হেফাজতে।

Delhi court denied bail of one accused in Parliament Security Breach | Sangbad Pratidin

ফাইল চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 18, 2024 6:36 pm
  • Updated:January 18, 2024 8:20 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: সংসদে গ্যাস হামলায় (Parliament Security Breach) এক অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করল দিল্লির (Delhi) আদালত। বৃহস্পতিবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে খারিজ হয় হামলার অন্যতম অভিযুক্ত নীলম আজাদের জামিন। উল্লেখ্য, গত ডিসেম্বরে সংসদ হানার বর্ষপূর্তিতেই নতুন সংসদ ভবনে গ্যাস হামলা চালায় কয়েকজন। আপাতত অভিযুক্তদের মধ্যে ৪ জন রয়েছে পুলিশি হেফাজতে।

[আরও পড়ুন: গুজরাটে নৌকাডুবি, অন্তত ৬ শিশুর মৃত্যুর আশঙ্কা]

অভিযুক্তদের মধ্যে অন্যতম ছিলেন নীলম আজাদ। যদিও হামলার সময়ে সংসদ ভবনের ভিতরে যাননি তিনি। বাইরে দাঁড়িয়ে হামলাকারীদের সাহায্য করছিলেন। হামলার পরে প্রকাশ্যেই কেন্দ্র সরকারকে তোপ দেগেছিলেন তিনি। পরে তাঁকে গ্রেপ্তার করে জেল হেফাজতে পাঠানো হয়। বৃহস্পতিবার দিল্লির আদালতে জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু ইউএপিএর আওতায় আটক থাকা নীলমের জামিন খারিজ করে দেয় আদালত।

Advertisement

উল্লেখ্য, গ্যাস হামলার সময়ে সংসদের ভিতরে ঢুকেছিলেন মাইসুরুর ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সাগর শর্মা। তাঁর সঙ্গে ছিলেন মাইসুরুরই আর এক বাসিন্দা মনোরঞ্জন ডি। বাইরে দাঁড়িয়ে থাকা দুজনের মধ্যে একজন নীলম। অপরজন মহারাষ্ট্রের অমল শিণ্ডে। ধৃতদের জেরার পাশাপাশি তাঁদের বাড়িতে গিয়েও তল্লাশি শুরু করে স্থানীয় পুলিশ ও গোয়েন্দা আধিকারিকরা। সকলের বিরুদ্ধেই কড়া সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেপ্তারির পর থেকে পুলিশি হেফাজতেও রয়েছেন চার অভিযুক্ত।

[আরও পড়ুন: খাবেন ডাবের জল, ঘুমোবেন মেঝেতেই, রামমন্দির উদ্বোধনের আগে কঠোর সংযম মোদির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement