Advertisement
Advertisement
কন্টেনমেন্ট

দিল্লিতে ফের আক্রান্ত পুলিশ, এবার হামলা চালাল কন্টেনমেন্ট জোনের বাসিন্দারা

ঘটনার জেরে আহত বেশ কয়েকজন পুলিশ কর্মী।

Delhi Coronavirus Containment Zone Residents Attack Cops, Volunteers
Published by: Sucheta Chakrabarty
  • Posted:June 22, 2020 12:18 pm
  • Updated:June 22, 2020 12:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজধানীতে আহত হলেন দিল্লির পুলিশ, সিভিক ভলিন্টিয়াররা। করোনা ভাইরাসের বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই সামলাতে গিয়ে আহত হলেন তাঁরা। তাঁদের উপর হামলা চালায় দিল্লির (Delhi) কন্টেনমেন্ট এলাকার বাসিন্দারা। ঘটনার জেরে বেশ কয়েকজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন বলে জানা যায়।

পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধেবেলা দিল্লির নারাইনার একটি কন্টেনমেন্ট এলাকায় খাবার ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিতে গিয়েছিলেন পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়াররা। কন্টেনমেন্ট (Contenment) জোন ছাড়া এই এলাকার কিছু স্থান ঘিরে রাখা নিয়ে তখন পুলিশ কর্মীদের কাছে অভিযোগ করেন স্থানীয়রা। এলাকার যে স্থানগুলিতে কেউ করোনা আক্রান্ত হননি, সেই স্থান থেকে অবিলম্বে ব্যারিকেড তুলে নেওয়ার দাবি জানাতে থাকেন এলাকার বাসিন্দারা। পুলিশ কর্মীরা স্থানীয়দের আশ্বস্ত করার চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। আধিকারিকরা জানান যে, তাঁর এই ব্যরিকেড দেননি। প্রশাসনের উপরিমহল থেকে এই এলাকা ব্যারিকেড করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই নিয়ে স্থানীয়দের সঙ্গে প্রথমে বচসা পরে তা হাতাহাতির পর্যায়ে পৌছয়। তখনই সেখানে উপস্থিত বাসিন্দারা পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের উপর স্থানীয়রা হামলা করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার জেরে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আরও পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়। যদিও এই ঘটনার জেরে কারোর বিরুদ্ধেই কোনও পদক্ষেপ নেয়নি দিল্লি পুলিশ।

Advertisement

[আরও পড়ুন:‘প্রধানমন্ত্রীর আরও ভেবেচিন্তে কথা বলা উচিত’, লাদাখ ইস্যুতে মোদিকে ‘কড়া’ চিঠি মনমোহনের]

তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের উপর হামলার ঘটনা দেশে নতুন নয়। ভারতে করোনা সংক্রমণ ছড়ানোর শুরু দিক থেকেই ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপর একাধিকবার হামলার খবর এসেছে। কখনও মধ্যপ্রদেশ, কখনও তামিলনাড়ুতে এই ঘটনা ঘটেছে। এতে অনেক কর্মী আহতও হয়েছেন। হামলার অভিযোগে অনেককে গ্রেফতারও করেছে পুলিশ। প্রধানমন্ত্রী থেকে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বিষয়ে বারংবার সাবধানতার বানী প্রচার করেছেনো। কিন্তু এখনও কিছু মানুষের ক্ষোভের শিকার হন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই।

[আরও পড়ুন:মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে ২ বার কেঁপে উঠল মিজোরাম! পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement