সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে লাঠি। মুখে বাঁধা কাপড়। পোশাক আর পাঁচজন সাধারণ মানুষের মতোই। ওই যুবক একের পর এক সবজি বোঝাই গাড়ি ফেলে দিচ্ছে। নষ্ট করছে সবজি। দিল্লির বাজারের ভাইরাল হওয়া পুলিশের দাদাগিরি নিয়ে উঠেছে সমালোচনার ঝড়।
জানা গিয়েছে, ভাইরাল ভিডিওতে যে যুবককে দেখা গিয়েছে সে একজন পুলিশকর্মী। রাজবির নামে ওই পুলিশকর্মী মধ্য দিল্লির রণজিৎ নগর বাজারে ডিউটি করছিল। লকডাউনের মাঝে কেন সবজি বিক্রি করছেন ব্যবসায়ীরা সেই প্রশ্ন করতে থাকে ওই পুলিশকর্মী। কোনো কথা না শুনেই সবজি বিক্রেতাদের উপর অত্যাচার করতে থাকে। উল্টে দেওয়া হয় একের পর এক সবজি বোঝাই গাড়ি। তার ফলে প্রচুর পরিমাণ সবজি নষ্ট হয়।
ये वीडियो दिल्ली के रंजीत नगर इलाके का है,बुधवार का वीडियो बताया गया है,जिसमे एक कांस्टेबल राजबीर बिना वर्दी के ठेले पर लगा सामान गिरा रहा है, हाथ मे डंडा ले रखा है,जब ये वीडियो वायरल हुआ तो उसके बाद राजबीर को सस्पेंड कर दिया है#coronavirusindia #Lockdown21 pic.twitter.com/tNxfy8ckHJ
— Mukesh singh sengar मुकेश सिंह सेंगर (@mukeshmukeshs) March 26, 2020
এই ভিডিও চোখের পলকে ভাইরাল হয়ে যায়। আপাতত নেটিজেনদের মধ্যে ওই ভিডিও নিয়ে চলছে জোর আলোচনা। নেটদুনিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। দেশজুড়ে লকডাউন জারি রয়েছে ঠিকই। তবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সেই আওতার বাইরে। তা সত্ত্বেও কেন ব্যবসায়ীদের ওপর অত্যাচার করল পুলিশকর্মী। সেই প্রশ্ন তুলছেন সকলেই। এই ভিডিও ভাইরাল হওয়ার পর ওই পুলিশকর্মীকেও সাসপেন্ড করা হয়েছে।
শুধু দিল্লি নয়, এর আগে পশ্চিমবঙ্গেরও বিভিন্ন প্রান্তে পুলিশের বিরুদ্ধে উঠেছে দাদাগিরি করার অভিযোগ। গত বৃহস্পতিবারই এক ব্যক্তির মৃত্যুর জন্য পুলিশের বেধড়ক মারধরকে দায়ী করেছে তাঁর পরিবার। যদিও পুলিশ সেই অভিযোগ অস্বীকার করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.