Advertisement
Advertisement

Breaking News

Delhi Cop

বন্ধুর ফেয়ারওয়েল পার্টিতে গিয়ে নাচতে নাচতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন দিল্লির কনস্টেবল!

চোখের সামনে বন্ধুর এমন পরিণতি মানতে পারছেন না সহকর্মীরা। 

Delhi Cop Seen Dancing At Colleague's Farewell, Died Moments Later
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:August 30, 2024 12:47 pm
  • Updated:August 30, 2024 1:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, জীবন যেন পদ্মপাতায় জল। যে কোনও সময়ই জীবনের উপর নেমে আসতে পারে মৃত্যুর যবনিকা। এ নতুন কোনও কথা নয়। কিন্তু বর্তমান সময়ে লাইফস্টাইলের পরিবর্তনে তা যেন আরও বড় সত্যি হয়ে উঠেছে। যার সাম্প্রতিক উদাহরণ হয়ে উঠল দিল্লির এক মর্মান্তিক ঘটনা। বন্ধুর ফেয়ারওয়েল পার্টিতে নাচতে নাচতে হঠাৎই হার্ট অ্যাটাকে মৃত্যু হল রবি কুমার নামে দিল্লি পুলিশের এক কনস্টেবলের।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মৃত কনস্টেবল রবি কুমার উত্তরপ্রদেশের বাঘপতের বাসিন্দা ছিলেন। ২০১০ সালে তিনি দিল্লি পুলিশে যোগদান করেন। বর্তমানে কর্মরত ছিলেন রাজধানীর রূপনগর থানায়। স্ত্রী ও দুই সন্তান নিয়ে সংসার ছিল রবির। কিন্তু হঠাৎই ঘটে বড় অঘটন। গত বুধবার এক সহকর্মীর ফেয়ারওয়েল পার্টিতে গিয়েছিলেন রবি। প্রথম থেকেই সকলের সঙ্গে আনন্দে মেতে ওঠেন তিনি। নাচ-গান হইহুল্লোড় সব কিছুই চলছিল। কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই সব শেষ। মৃত্যু হয় রবির। সকলের চোখের সামনেই নাচতে নাচতে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখা গেল তাঁকে।

Advertisement

[আরও পড়ুন: মহিলাদের শৌচালয়ে লুকনো ক্যামেরা, ভিডিও বিক্রি মোটা টাকায়! চাঞ্চল্য অন্ধ্রপ্রদেশের কলেজে

আকস্মিক এই ঘটনার ভিডিও রেকর্ড করা রয়েছে সেখানে উপস্থিত আর এক পুলিশকর্মীর ফোনে। ওই ভিডিও থেকে জানা যায়, অনুষ্ঠানের জায়গাটিতে খুব জোরে গান বাজছিল। সেই গানেই পা মেলাচ্ছিলেন রবি। কিন্তু নাচতে নাচতে আচমকাই বুক ধরে বসে পড়েন। মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়েন মাটিতে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানান, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই শোকস্তব্ধ রবির সহকর্মী ও বন্ধুরা। চোখের সামনে বন্ধুর এমন পরিণতি বিশ্বাসই করতে পারছেন না কেউই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement