Advertisement
Advertisement

Breaking News

Swati Maliwal

স্বাতী মালিওয়াল মামলায় ১০০ দিন জেলে! সুপ্রিম নির্দেশে জামিনে মুক্ত কেজরির সহযোগী

স্বাতী মালিওয়ালকে হেনস্তা এবং শারীরিক আক্রমণের অভিযোগ উঠেছিল বিভাব কুমারের বিরুদ্ধে।

Delhi CM Arvind Kejriwal's aide Bibhav Kumar gets bail in Swati Maliwal assault case
Published by: Kishore Ghosh
  • Posted:September 2, 2024 4:56 pm
  • Updated:September 2, 2024 6:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালকে হেনস্তা এবং শারীরিক আক্রমণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রাক্তন আপ্ত সহায়ক বৈভব কুমার। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন তিনি। ১০০ দিন জেলবন্দি থাকার পর মুক্ত হলেন বৈভব।

বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূবনের বেঞ্চে উঠেছিল মামলা। দুই বিচারপতির পর্যবেক্ষণ, বৈভব কুমার ১০০ দিন বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। ইতিমধ্যে পুলিশ চার্জশিটও দিয়েছে। অতএব, জামিনে মুক্তি পেতে পারেন তিনি। বিচারপতি ভূবন বলেন, “(মালিওয়ালের) আঘাত গুরুতর নয়। এটা জামিনযোগ্য মামলা। বিরোধিতা করা উচিত নয়। এমন মামলায় কাউকে জেলে রাখা যায় না।” যদিও পুলিশ দাবি করে, প্রভাবশালী বৈভব মুক্ত হয়ে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। যদিও এই দাবিকে শেষ পর্যন্ত গুরুত্ব দেয়নি শীর্ষ আদালত। মুক্ত করা হয়েছে অরবিন্দ কেজিরওয়ালের আপ্ত সহায়ককে।

Advertisement

 

[আরও পড়ুন: ‘বিবেক-শিক্ষা হারিয়েছিস! নির্লজ্জ কমেডি…’, বন্ধু কাঞ্চন মল্লিককে ‘ত্যাজ্য’ করলেন সুদীপ্তা]

প্রসঙ্গত, স্বাতী মালিওয়ালের অভিযোগ, গত ১৩ মে কেজরির সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন তিনি। অভিযোগ সেখানেই আচমকা তাঁর উপরে চড়াও হন মুখ্যমন্ত্রীর প্রাক্তন সচিব। স্বাতী অভিযোগ করেন, ঋতুস্রাব চলাকালীন তাঁর পেটে লাথি মেরেছেন বৈভব কুমার! পুলিশের কাছে দায়ের করা এফআইআরে আপ সাংসদ দাবি করেন, মুখ্যমন্ত্রীর বাড়িতেই তাঁকে হেনস্তার শিকার হতে হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে গত ১৮ মে বৈভবকে গ্রেপ্তার করা হয়।

 

[আরও পড়ুন: ‘আসনা’র প্রভাবে ব্যাপক বৃষ্টি অন্ধ্র-তেলেঙ্গানায়, মৃত অন্তত ২৪, বাতিল শতাধিক ট্রেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement