Advertisement
Advertisement
Coronavirus

দিল্লিতে আর মাত্র ১০০ ICU বেড খালি, সাহায্য চেয়ে মোদিকে চিঠি উদ্বিগ্ন কেজরিওয়ালের

'নিজে ছড়িয়ে রেখে মোদির কাছে সাহায্য?' কেজরিওয়ালকে তীব্র কটাক্ষ কঙ্গনার।

Delhi CM Arvind Kejriwal appeals to Centre for help about prevailing Covid situation in the national capital । Sangbad Pratidin
Published by: Arupkanti Bera
  • Posted:April 18, 2021 5:03 pm
  • Updated:April 18, 2021 8:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) রবিবার রাজধানীর করোনা পরিস্থিতি তুলে ধরতে গিয়ে জনালেন হাসপাতালগুলিতে মাত্র ১০০টি আইসিইউ (ICU) বেড খালি রয়েছে। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চেয়ে প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) চিঠিও লিখেছেন কেজরিওয়াল। তবে এখনও পর্যন্ত কেন্দ্রের কাছ থেকে যে সাহায্য পেয়েছেন তার জন্য ধন্যবাদও জানিয়েছেন তিনি। 

রবিবার সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গেও কথা বলেন কেজরিওয়াল। শাহকে দিল্লির হাসপাতালগুলির পরিস্থিতির কথা জানান। দিল্লির হাসপাতালগুলিতে কীভাবে বেডের অভাব প্রকট হয়ে উঠেছে তাও তুলে ধরেন। আর মাত্র একশোরও কম বেড খালি রয়েছে। সেই সঙ্গে হাসপাতালগুলিতে অক্সিজেনেরও অভাব দেখা দিচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: অক্সিজেনের আকাল, মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে মৃত্যু অন্তত ৬ করোনা রোগীর]

সংবাদিকদের সঙ্গে এক ভারচুয়াল বৈঠকে কেজরিওয়াল আরও জানিয়েছেন, দিল্লিতে কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত হাসপাতালগুলিতে প্রায় ১০ হাজার বেড রয়েছে। কিন্তু তার মধ্যে মাত্র ১৮০০ বেড করোনা রোগীদের জন্য বরাদ্দ। এই পরিস্থিতিতে অন্তত ৭ হাজার বেড করোনা রোগীদের জন্য বরাদ্দের অনুরোধ করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। কেজরিওয়াল জানিয়েছেন, তাঁরা অক্সিজেন সুবিধা যুক্ত ৬ হাজার বেড প্রস্তুত করছেন। ইতিমধ্য়েই কিছু স্কুল, কমনওয়েল্থ গেমস ভিলেজ এবং যমুনা স্পোর্টস কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য বেড তৈরি করেছেন।

[আরও পড়ুন: প্লাস্টার কাটার অনুরোধ করেছিলাম, চিকিৎসকরা আরও ৭ দিন রাখতে বললেন: মমতা]

এদিকে কেন্দ্রের কাছে কেজরিওয়ালের সহায্য প্রার্থনাকে কটাক্ষ করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। কেজরিওয়ালকে ট্যাগ করে খোঁচা দিয়ে লিখেছেন, “রায়তা যা ছড়ানোর ছড়িয়ে ফেলেছি। এবার আমাকে বাঁচান মোদিজি।”

এদিকে ৪টি বিমান সংস্থার বিরুদ্ধে আভিযোগ দায়ের করেছে কেজরিওয়াল সরকার। কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, মহারাষ্ট্র থেকে যাত্রী আনার সময় তাঁদের আরটি-পিসিআর পরীক্ষা করা হয়নি বিমান সংস্থাগুলির তরফে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement