Advertisement
Advertisement

Breaking News

Delhi

দুষ্কৃতীদের হামলা, হিঁচড়ে নিয়ে গেল গাড়ি, দিল্লির পথে মর্মান্তিক মৃত্যু ক্যাব চালকের

পলাতক হামলাকারী দুষ্কৃতীরা।

Delhi cab driver dies after being attacked and dragged by car | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 11, 2023 1:48 pm
  • Updated:October 11, 2023 1:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাতে দিল্লির (Delhi) পথে মর্মান্তিক মৃত্যু হল এক ক্যাব চালকের (Cab Driver)। একদল দুষ্কৃতী হামলা চালায় ক্যাব চালক যুবকের উপরে। গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। বাধা দিলে যুবককে গাড়ির সঙ্গে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। এভাবে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া হয় ক্যাব চালককে। মাথায় গুরুতর আঘাত লাগায় মৃত্যু হয়েছে তাঁর। সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে ভয়ংকর ভিডিও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ক্যাব চালকের নাম বীজেন্দ্র। তিনি ফরিদাবাদের বাসিন্দা। রাত সাড়ে ১১টা নাগাদ রাজধানীর মহিপালপুর এলাকায় তাঁর উপর হামলা হয়। দুষ্কৃতীরা বীজেন্দ্রর গাড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেল তাঁকে মারধর করে হয়। এর পর গাড়ির সঙ্গে যুবককে প্রায় ২০০ মিটার হিঁচড়ে নিয়ে যায় দুষ্কৃতীরা।

Advertisement

[আরও পড়ুন: বিদেশি মদতে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ, নিউজক্লিক কাণ্ডে তদন্তভার সিবিআইয়ের!]

পুলিশের বক্তব্য, মাথায় গুরুতর আঘাত লাগায় মৃত্যু হয়েছে ট্যাক্সি চালক যুবকের। রাস্তার পাশ থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। যদিও তারা বর্তমানে পলাতক। এদিকে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভয়ংকর ভিডিও। যা দেখে শিউরে উঠছে নেটিজেন।

[আরও পড়ুন: ICC World Cup 2023: বাউন্ডারির দড়ি সরিয়ে ক্যাচ ধরছে পাকিস্তান! ম্যাচের ভাইরাল ছবি ঘিরে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement