Advertisement
Advertisement
Delhi

মাঠে ক্রিকেট খেলতে যাওয়াই কাল, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের!

মর্মান্তিক এই ঘটনা রাজধানী দিল্লির রানহোলা এলাকার।

Delhi boy died after being electrocuted at cricket ground

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:August 11, 2024 1:43 pm
  • Updated:August 11, 2024 1:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে ক্রিকেট খেলতে যাওয়াই কাল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক কিশোরের! মর্মান্তিক এই ঘটনা রাজধানী দিল্লির রানহোলা এলাকার। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি বছর তেরোর কিশোরটিকে। ঠিক কী ঘটেছিল?

জানা গিয়েছে, শনিবার বন্ধুদের সঙ্গে মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিল ওই কিশোর। তখনই বল গড়িয়ে চলে যায় মাঠের পাশেই একটি লোহার খুঁটির সামনে। আর না বুঝে বল কুড়নোর সময় হাত দিয়ে ফেলে সেখানে। সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যায় ছেলেটি। যা দেখে বন্ধুরা ছুটে আসে। চিৎকার করে এলাকার লোকজনদের ডাকে সকলে। আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। 

Advertisement

[আরও পড়ুন: মহারাষ্ট্রের রাজনীতিতে ‘ঘরেলু বিবাদ’, উদ্ধব ঠাকরের কনভয়ে গোবর ছুড়ল রাজ ঠাকরের ‘সেনা’

এর পর পুলিশ এসে কিশোরটিকে দ্রুত স্থানীয় দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এনিয়ে পুলিশ জানিয়েছে, লোহার খুঁটিতে হাত দিয়ে ফেলায় এই অঘটন ঘটেছে। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একটি ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত জারি রয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।  প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভাসছে দিল্লি। জলমগ্ন বিভিন্ন এলাকা। ফলে ওই মাঠে জল জমেছিল কি না আর সেই থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement