Advertisement
Advertisement

Breaking News

TMC

প্রবল বৃষ্টি, খারাপ রাস্তা, ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে দিল্লিগামী তৃণমূলের বাস

দিল্লি যাওয়া হচ্ছে না দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের।

Delhi bound TMC Bus met accident in Jharkhand, 33 injured | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 1, 2023 10:18 am
  • Updated:October 1, 2023 11:16 am  

সংবাদ প্রতিদিন ব্যুরো: দুর্ঘটনার কবলে দিল্লিগামী তৃণমূলের (TMC) বাস। রবিবার সকাল ৫টা নাগাদ ঝাড়খণ্ডের (Jharkhand) কোডার্মা এলাকায় মাটির ঢিপিতে ধাক্কা মারে বাসটি। যাত্রীরা সকলেই অল্পবিস্তর জখম হয়েছেন। বাসের সামনের অংশেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আপাতত যাত্রীদের পুরুলিয়া ফিরিয়ে আনা হচ্ছে। সেখানেই তাঁদের চিকিৎসা হবে। দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের আপাতত দিল্লি যাওয়া হচ্ছে না।

বাংলার বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে কর্মসূচি রয়েছে তৃণমূলের। ১০০ দিনের কাজের জব কার্ড হোল্ডাররা সেই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে দিল্লি যাচ্ছেন। একাধিক বাসে চেপে রাজধানীর উদ্দেশ্যে শনিবার দুপুরে রওনা দিয়েছেন তাঁরা। দুর্ঘটনার কবলে পড়া  বাসটিও শনিবার দুপুরে রওনা দিয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে। তোপচাঁচি পার করার পরই বিপত্তি বাঁধে। 

Advertisement

[আরও পড়ুন: পুলিশে চাকরি দেওয়ার নামে লক্ষ-লক্ষ টাকা আত্মসাৎ! কনস্টেবলের পর এবার কাঠগড়ায় হোম গার্ড]

বাসের যাত্রীরা জানিয়েছেন, সকাল ৫টা নাগাদ প্রবল বৃষ্টি হচ্ছিল ঝাড়খণ্ডের কোডার্মার সূর্যকুন্ড এলাকায়। রাস্তার কাজও চলছিল। ফলে ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে কি না তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা ছিল না। এমনকী, বিকল্প রাস্তা সম্পর্কেও কিছু বলা ছিল না। একটি রাস্তায় বাঁক নিতে গিয়ে বিপত্তি বাঁধে। বাঁকের মুখেই মাটি ঢিপি করে রাখা ছিল। উলটোদিক থেকে একটি লরিও আসছিল। সেই সময় বাঁক নিতে গিয়ে সামনে থাকা মাটির ঢিপিতে ধাক্কা মারে বাসটি। বাসের গতি তখন ঘণ্টায় ৬৫ কিলোমিটার। বাসের সামনের অংশ তুবড়ে যায়। যাত্রীরাও অল্পবিস্তর জখম হয়েছেন। তাঁদের ১০০ কিলোমিটার দূরে থাকা দেবেন মাহাতো গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। বাস চালক মদন সাউ জানিয়েছেন, বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত। এই বাস নিয়ে দিল্লি যাওয়া যাবে না। দিল্লি পুলিশ বাস নিয়ে দিল্লিতে ঢুকতে দেবে না।  

জানা গিয়েছে, বাসে ছিলেন পুরুলিয়ার পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি, পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, মানবাজার এক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও বান্দোয়ান ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। এছাড়াও ৩৪ জন সাধারণ কর্মীও ছিলেন বাসে। তাঁদের মধ্যে ২২ জন পুঞ্চা ব্লক, ১ জন মানবাজার দুই ব্লক, ১১ জন বান্দোয়ান ব্লকের কর্মীরা। দুর্ঘটনা প্রসঙ্গে পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায় জানান, “ঝাড়খণ্ডের কোডার্মায় সূর্যকুন্ডের কাছে আমাদের গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। যাত্রীরা অল্পবিস্তর সবাই জখম হয়েছেন। এদের সকলকেই দেবেন মাহাতো গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হবে।”

[আরও পড়ুন: এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যক্তির মৃত্যু, গোবরা স্টেশনে বিক্ষোভ-ভাঙচুর উত্তেজিত জনতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement