সোমনাথ রায়, নয়াদিল্লি: টানা লকডাউনে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল রাজধানী। তবে সোমবার থেক অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরছে দিল্লি। রবিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কথায় অন্তত সে ইঙ্গিতই স্পষ্ট।
কেন্দ্রের নির্দেশ মেনে দিল্লিতেও গত ১ জুন থেকে আনলক ওয়ান পর্ব চালু হয়েছে। কনটেনমেন্ট জোন ছাড়া বাকি এলাকায় খুলেছে দোকান-পাট, অফিস। তবে এতদিন পর্যন্ত বন্ধ ছিল সীমান্ত। আগামিকাল থেকে খুলে দেওয়া হচ্ছে সীমান্তও। তবে কিছু ক্ষেত্রে এখনও মিলবে না ছাড়। চলুন দেখে নেওয়া যাক, এদিন মুখ্যমন্ত্রী কী কী ঘোষণা করলেন।
আসলে বিষেশজ্ঞরা মনে করছেন, জুনের শেষে কোভিড রোগীদের জন্য দিল্লির হাসপাতালে অন্তত ১৫ হাজার বেডের প্রয়োজন হবে। এমনিতেই রাজধানীতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। শ্মশানে লাশের স্তূপ। তার উপর সীমান্ত খুলে দিলে যে সংক্রমণ বাড়বে, তা বলাই বাহুল্য। সেই জন্যই হাসপাতালে ভরতি নিয়ে এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে আপ সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.