Advertisement
Advertisement

Breaking News

BJP

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর পাঁচ গুলি, দিল্লিতে পার্টি অফিসেই খুন বিজেপি নেতা

বাইকে চেপেই চম্পট দেয় দুষ্কৃতীরা।

Delhi BJP Leader Gunned Down In party Office

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:April 15, 2023 3:28 pm
  • Updated:April 15, 2023 3:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানীতে খুন বিজেপি (BJP) নেতা। বাইকে চেপে এসে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা প্রথমে ওই বিজেপি নেতাকে বেধড়ক মারধর করে। পরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর ৫টি গুলি ছুঁড়ে খুন করা হয়। কাজ শেষ করে বাইকে চেপেই চম্পট দেয় তাঁরা। কে বা কারা এই খুন করল, তা এখনও অজানা। তবে যখন আপের একের পর এক শীর্ষস্থানীয় নেতাকে তলব করছে কেন্দ্রীয় সংস্থা, ঠিক তখনই দিল্লির বুকে বিজেপি নেতার খুনের ঘটনার নেপথ্যে রাজনৈতিক হিংসা রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার সন্ধেয় দিল্লির দ্বারকায় দলীয় কার্যালয়ে ভাইপোর সঙ্গে বসে টিভি দেখছিলেন বিজেপি নেতা সুরেন্দ্র মাতিয়ালা। সন্ধে সাড়ে সাতটা নাগাদ বাইকে চেপে হানা দেয় তিন দুষ্কৃতী। জানা গিয়েছে, একজন বাইক নিয়ে দলীয় কার্যালয়ের বাইরে অপেক্ষা করছিল। বাকি দুজন কার্যালয়ে ঢুকে এলোপাথারি মারধর শুরু করে। এরপর সুরেন্দ্রকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছুঁড়ে চম্পট দেয় তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপি নেতার।

Advertisement

[আরও পড়ুন: নিজেকেই ধ্বংস করছিল শরীর! কিশোরীকে বাঁচালেন বাঙুরের চিকিৎসক]

মৃতের ছেলের দাবি, তাঁর বাবার সঙ্গে কারওর শত্রুতা ছিল না। কে বা কারা কেন এই ঘটনা ঘটাল তা বুঝে উঠতে পারছে না সুরেন্দ্রর পরিবার। পুলিশের দাবি, খুনের পিছনে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে। কারণ, সুরেন্দ্র সঙ্গে সম্পত্তি নিয়ে কয়েকজনের বিরোধ চলছিল। সেই পারিবারিক বিরোধের জন্যই খুন কি না তা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে হত্যাকারীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে দিল্লি পুলিশের ৫টি দল তদন্ত চালাচ্ছে।

[আরও পড়ুন: কেমোথেরাপির সময়ই পুতিনকে খুনের ষড়যন্ত্র! রুশ প্রেসিডেন্ট ঘনিষ্ঠদের গোপন ছক ফাঁস]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement