সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে স্ত্রীর সঙ্গে বচসার জেরে বেকারি মালিকের আত্মহত্যা কাণ্ডে মিলল চাঞ্চল্যকর তথ্য। মিলল পুনীত খুরানা নামের ওই ব্যক্তির একটি ভিডিওর সন্ধান। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সেই ভিডিওটি প্রকাশ্যে এনেছে। সেখানে তাঁকে দাবি করতে দেখা গিয়েছে, তাঁর কাছে ১০ লক্ষ টাকা চেয়েছিলেন তাঁর স্ত্রী। আর সেই কারণেই তিনি আত্মহত্যা করতে চলেছেন। সংবাদ প্রতিদিন ডিজিটাল ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
মঙ্গলবার মডেল টাউনের কল্যাণ বিহার অঞ্চলে নিজের বাড়িতেই পুনীত খুরানার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তিনি সম্ভবত আত্মহত্যা করেছেন।
আত্মহত্যার আগে শেষবার স্ত্রীর সঙ্গেই কথা বলছিলেন পুনীত। এমনটাই জানিয়েছে পুলিশ। তাঁর পরিবারের দাবি, বেকারির ব্যবসা নিয়েই কথা হয়েছিল। এবং সেই কলের রেকর্ডিং নিজের পরিবারের সদস্যদেরও পাঠিয়েছিলেন তাঁর স্ত্রী। পুলিশ পুনীতের ফোনটি খতিয়ে দেখছে। শিগগিরি তাঁর স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করতে ডেকে পাঠানো হবে বলে জানা গিয়েছে। কল রেকর্ডিংটিও উদ্ধারের চেষ্টা চলছে। এবার জানা গেল এক ভিডিওর কথা।
সেখানে পুনীতকে বলতে শোনা গিয়েছে, ”আমি আত্মহত্যা করতে চলেছি। আমার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেরা ভয়ংকর অত্যাচার শুরু করেছে। ইতিমধ্যেই উভয়পক্ষের সম্মতিক্রমে বিবাহ বিচ্ছেদের মামলা করা হয়েছে। আর এই ধরনের মামলার নির্দিষ্ট শর্ত রয়েছে, যেটা উভয়েই মেনে নিয়েছি।” সেই সঙ্গেই তাঁকে বলতে শোনা যায়, ”ওরা আরও ১০ লক্ষ টাকা চাইছে। আমার তা দেওয়ার সাধ্যই নেই। মা-বাবাকে সেটা দিতে বলেছি। ওরা যতটা পেরেছে দিয়েছে।”
সম্প্রতি, স্ত্রীর বিরুদ্ধে সেই অভিযোগ তুলে আত্মহত্যা করেছেন বেঙ্গালুরু ইঞ্জিনিয়ার অতুল সুভাষ। তাঁর সমর্থনে, ‘ছেলেরা এটিএম নয়’ প্ল্যাকার্ড হাতে পুরুষ কমিশন তৈরির দাবিতে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে স্ত্রীদের হাতে ‘অত্যাচারিত’ সুরাটের যুবকদের। এর মধ্যেই এবার দিল্লির বেকারি মালিকের মৃত্যু ঘিরে নতুন করে বিতর্ক ছড়িয়েছে। যা নতুন মাত্রা পেল ভাইরাল ভিডিওকে ঘিরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.