Advertisement
Advertisement
Delhi

দিল্লিতে পথকুকুরের দল ছিঁড়ে খেল শিশুকন্যাকে! ছুটে গিয়েও বাঁচাতে পারলেন না আত্মীয়রা

হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

Delhi Baby Girl Died After Attack By Stray Dogs | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:February 25, 2024 6:37 pm
  • Updated:February 25, 2024 8:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পথকুকুরের হামলায় মৃত্যু শিশুর। এবারের ঘটনাটি দিল্লির (Delhi) তুঘলকাবাদের একটি রাস্তার। দেড় বছরের শিশুকন্য়ার উপরে হামলা চালায় তিনটি ক্ষিপ্ত পথকুকুর। শিশুর চিৎকারে ছুটে আসেন বাড়ির লোকেরা। উদ্ধার করে হাসপাতালে ভর্তিও করা হয়েছিল তাকে। যদিও চিকিৎসকরা জানান, হাসপাতালের পথেই মৃত্যু হয়েছে শিশুটির। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির পাশে রাস্তায় আচমকা তিনটি কুকুর হামলে পড়ে শিশুটির উপরে। শিশুর আর্তনাদে পরিবারের লোকেরা ছুটে যান। যদিও ততক্ষণে দেড় বছরের শিশুটির পা এবং মুখে গভীর ক্ষত তৈরি হয়েছে ক্ষিপ্ত কুকুরের কামড়ে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎকরা জানান মৃত্যু হয়েছে শিশুটির। মরদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: সম্প্রীতি উড়ালপুলের গার্ডরেলে বেপরোয়া বাইকের ধাক্কা, মৃত ২]

পথকুকুর নিয়ে দেশে অস্বস্তি বেড়েই চলেছে। একদিকে পথচারী, বিশেষ করে শিশুদের উপর পথকুকুরের আক্রমণ বাড়ছে। নাগরিক সমাজ কুকুরের বিরুদ্ধে পদক্ষেপের দাবি তুলেছে। অন্যদিকে পশুপ্রেমীরা রাস্তার কুকুরদের উপর অত্যাচার নিয়ে সরব। প্রশাসন কুকুর ধরুক, চান না তাঁরা। এমন টানাপোড়েনের মধ্যেই পথকুকুরের হামলায় আরও এক শিশুর মৃত্যু হল।

[আরও পড়ুন:  ভোটের আগে অরুণাচলেও দলবদল, বিজেপিতে যোগ কংগ্রেস, এনপিপির ৪ বিধায়ক]

উল্লেখ্য, গত মাসে তেলেঙ্গানায় ২০টি পথকুকুরকে গুলি করে হত্যা করা হয়। ঘটনায় মামলা দায়ের করে অপরাধীদের খুঁজছে পুলিশ।অমানবিক এই আচরণের নিন্দা করে সকলেই। অন্যদিকে দিল্লির আবাসনগুলোতে পোষ্যদের নিয়ে অশান্তি চলছে। বারবার কুকুরের হামলায় একাধিক আবাসনে পোষ্যদের নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement