বিশেষ সংবাদদাতা: দিল্লির বিধানসভা ভোটের বৈতরণী পার হতে এবার আই-প্যাকের দ্বারস্থ চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। সব ঠিক থাকলে ২০২৫ দিল্লি নির্বাচনে আম আদমি পার্টির প্রচারের দায়িত্ব পেতে চলেছে প্রতীক জৈনের সংস্থা।
বাংলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছে নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আই-প্যাক। এরাজ্যের শাসকদল ২০২১ বিধানসভা নির্বাচন এবং ২০২৪ লোকসভা নির্বাচনে যে অভাবনীয় সাফল্য পেয়েছে, সেটার নেপথ্য কারিগর হিসাবে অনেকেই কৃতিত্ব দেয় আই প্যাককে। আসন ধরে ধরে নিখুঁত পরিকল্পনা, তৃণমূল স্তরের মানুষের ইস্যু ধরে ধরে প্রচারের কৌশল তৈরি করায় আই-প্যাকের জুড়ি মেলা ভার। প্রতীক জৈনের সংস্থার সেই গুণগুলিকেই দিল্লির নির্বাচনে কাজে লাগাতে চান আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
কয়েক মাসের মধ্যেই দিল্লির নির্বাচন। তার আগে আপ বেশ চাপে। দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়ে কুরসি ছেড়েছেন খোদ কেজরিওয়াল। তাঁর দলের একাধিক নেতামন্ত্রীও একই রকম ভাবে দুর্নীতির অভিযোগে বিদ্ধ। দেশের অন্যান্য প্রান্তের সাফল্যে উদ্ধুদ্ধ বিজেপি এবার দিল্লিকেই পাখির চোখ করতে চলেছে। রাজধানীর কুরসি দখলে মোদি-শাহরা যে মরিয়া চেষ্টা করবেন সেটা বলে দেওয়াই যায়। বস্তুত ২০১৯ লোকসভা নির্বাচনের পর বাংলায় তৃণমূলের যে পরিস্থিতি হয়েছিল, দিল্লিতে সেই একই পরিস্থিতি আপেরও। দলকে সেই চাপের মুখ থেকে উদ্ধার করতে আই প্যাকের দ্বারস্থ হতে চলেছেন কেজরিওয়াল।
সূত্রের খবর, আই প্যাকের সঙ্গে আপ কনভেনরের প্রাথমিক কথাবার্তা হয়ে গিয়েছে। চুক্তিও চূড়ান্ত। আপ অবশ্য আই-প্যাকের সঙ্গে ২০২০ বিধানসভাতেও কাজ করেছে। তবে সেসময় আই-প্যাকের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন প্রশান্ত কিশোর। প্রশান্ত এখন আই-প্যাকের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে নিজের রাজনৈতিক দল চালাতে ব্যস্ত। আই-প্যাকের শীর্ষপদে প্রতীক জৈন। অবশ্য পিকে সঙ্গ ছাড়ার পরও আই-প্যাকের পারফরম্যান্সে ভাঁটা পড়েনি। প্রতীক জৈনের নেতৃত্বে ২০২৪ লোকসভাতেও বঙ্গে চূড়ান্ত সফল হয়েছে ওই সংস্থা। এবার তাদের নজর দিল্লিতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.