সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই বলেছিলেন ‘ম্যা হুঁ না’। এবার বুঝিয়ে দিলেন আর্ত-পীড়িতদের জন্য তিনি সত্যিই আছেন। কোভিড পরিস্থিতিতে দুঃস্থ পরিবারগুলির পাশে দাঁড়িয়ে মঙ্গলবার একাধিক বড় ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal)। এই ঘোষণাগুলির মধ্যে যেমন বিনামূল্যে রেশন বিলি রয়েছে, তেমনই রয়েছে স্বজনহারা পরিবারকে আর্থিক সাহায্যের কথা। আবার করোনায় মা-বাবাকে হারানো খুদেদের কথাও ভুলে যাননি কেজরিওয়াল। তাঁদের শিক্ষার বিষয়েও বড় ঘোষণা করলেন তিনি।
কোভিডের দ্বিতীয় ধাক্কায় টলমল গোটা দেশ। মারণ ভাইরাস করোনার ছোবলে প্রাণ গিয়েছে বহু মানুষের। অভিভাবকহীন হয়েছে বহু শিশু। দিল্লির মুখ্যমন্ত্রী তাঁদের দায়িত্ব নেবেন বলে আগেই জানিয়েছিলেন। মঙ্গলবার সেই সম্পর্কিত একাধিক বড় ঘোষণা করলেন তিনি। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী জানান, যে সমস্ত শিশুরা অতিমারীতে তাদের মা-বাবাকে হারিয়েছে তাদের শিক্ষার ভার নেবে দিল্লি সরকার। বিনা খরচে পড়াশোনা করবে তারা। শুধু তাই নয়, ২৫ বছর পর্যন্ত তাদের প্রত্যেককে প্রতি মাসে ২৫০০ টাকা করে দেবে সরকার। শুধু মা-বাবা হারা শিশুরা নয়, করোনা পরিস্থিতিতে যে সমস্ত পরিবার প্রধান উপার্জনকারীকে হারিয়েছে, তাদেরও প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেবে দিল্লি সরকার। এছাড়াও কোভিড মৃতদের পরিবারকে এককালীন ৫০ হাজার টাকা অর্থ সাহায্য করবে কেজরি সরকার।
সরাসরি অর্থসাহায্য ছাড়াও দুঃস্থ পরিবারগুলিকে প্রতি মাসে ১০ কেজি করে রেশন দেওয়া হবে। দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রেশন কার্ড না থাকলেও চলবে। মাসিক আয়ের সার্টিফিকেটও দেখাতে হবে না। রেশনের প্রয়োজন আছে তা সরকারকে জানালেই চলবে। এদিন এমনটাই জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।
Families where the breadwinner died, will be given Rs 2500 monthly pension besides the ex-gratia. If husband dies, pension will be given to the wife, if wife dies it will be given to the husband. If an unmarried person dies, the pension will be given to his/her parents: Delhi CM
— ANI (@ANI) May 18, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.