সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুক্ষণের মধ্যেই লোকসভায় পেশ হতে চলেছে ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪। এই বিলকে কেন্দ্র করে আজ সংসদে বাকযুদ্ধে নামবে শাসক ও বিরোধী শিবির। বিরোধীদের অভিযোগ, এই বিল সংখ্যালঘুদের স্বার্থ বিরোধী। দেশজুড়ে চলছে এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি। বিলকে কেন্দ্র করে যাতে কোনওরকম না ছড়ায়, সে কথা মাথায় রেখে হাই অ্যালার্ট জারি করা হয়েছে দিল্লি ও উত্তরপ্রদেশে। অশান্তির সম্ভাবনা রয়েছে এমন সমস্ত জায়গাকে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়।
দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাত থেকেই দিল্লির বিভিন্ন জায়গার নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্পর্শকাতর জায়গাগুলিতে বসানো হয়েছে পুলিশ ক্যাম্প, পাশাপাশি চলছে পুলিশি টহলদারি। কোনওরকম অশান্তি যাতে না ঘটে তার জন্য কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত ডিসিপিকে। অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পরিকল্পনা সাজানো হয়েছে। অন্যদিকে, এই বিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনা রুখতে বুধবার রাজ্যের পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের ডিজিপি। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনও রকম সন্দেহজনক গতিবিধি দেখলেই যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। গোয়েন্দা বিভাগগুলিকেও সতর্ক করা হয়েছে। সোশাল মিডিয়ায় কোনও গুজব, উস্কানি বা আপত্তিকর পোস্ট দেখলেই কড়া ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, এই বিলকে কেন্দ্র করে বিল লোকসভাতেও শুরু হয়েছে যুদ্ধের প্রস্তুতি। মঙ্গলবারই কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সমাজবাদী পার্টি, এনসিপি, বাম দলগুলি ছাড়াও বিরোধী শিবিরের প্রায় সব দল সিদ্ধান্ত নিয়েছে সম্মিলিতভাবে এই বিলের বিরোধিতা করা হবে। বিল নিয়ে আজ সংসদে আলোচনার জন্য ৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বিরোধী শিবিরে ওয়াকফ নিয়ে ঐক্যের ছবি দেখা গেলেও কিছুটা হলেও বিক্ষিপ্ত শাসক শিবির। এনডিএর শরিকরা এখনও বিল নিয়ে দোনামোনায়। চন্দ্রবাবু নায়ডুর টিডিপি বিলটির পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিলেও এখনও খানিকটা সংশয়ে বিজেপির বিহারের দুই জোটসঙ্গী জেডিইউ এবং লোকজনশক্তি পার্টি। এখনও যা পরিস্থিতি তাতে এই দুই দল বিলটির পক্ষে ভোট নাও দিতে পারে।
এদিকে লোকসভায় বিল পাশ করাতে আজ সংসদে দলের সব সাংসদদের উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে বিজেপি। জানা যাচ্ছে, আজ দুপুর ১২ টায় লোকসভায় পেশ হবে বিলটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.