সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ক্রিকেট বিশ্বকাপ চলছে। বিভিন্ন দেশের খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফদের পাশাপাশি বিদেশি সমর্থকরাও রয়েছেন ভারতে। তখন কেরলে (Kerala) একটি ধর্মীয় অনুষ্ঠানে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে দিল্লি (Delhi) এবং মুম্বইয়ের (Mumbai) নিরাপত্তা জোরদার করা হল। উল্লেখ্য, দুই শহরেই বিশ্বকাপের ম্যাচ রয়েছে। এছাড়াও উৎসবের মরশুমে অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা নিল প্রশাসন।
রবিবার সকালে কেরলের এর্নাকুলম শহরের কালামাসেরি এলাকার একটি কনভেনশন সেন্টারে ধারাবাহিক বিস্ফোরণ হয়। ধর্মীয় অনুষ্ঠানে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ ঘটে। যার ফলে মৃত্যু হয়ে এক জনের। জখম হয়েছেন ৩৬ জন। এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর। কেরল পুলিশের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। ঘটনার সঙ্গে জঙ্গি যোগ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
এর্নাকুলমে বিস্ফোরণের পরেই দিল্লি এবং মুম্বইয়ে ‘হাই অ্যালার্ট’ জারি করা হল। অতিরিক্ত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দেশের দুই গুরুত্বপূর্ণ শহরকে। দিল্লি পুলিশ জানিয়েছে, বিশেষত জনবহুল এলাকাগুলিতে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মুম্বইয়ে ইহুদি সেন্টার হিসেবে পরিচিত ছাবাদ হাউসে নিরাপত্তা বাড়ানো হয়েছে। উৎসবের মরশুমে সতর্ক মুম্বই পুলিশও।
এদিকে কেরলের কনভেনশন সেন্টারে বিস্ফোরণ ঘটনার তদন্তে জানা গিয়েছে, বিস্ফোরক রাখা ছিল একটি টিফিন কৌটোতে। পুলিশ দাবি, আইইডি ব্যবহার করা হয়েছে ওই বিস্ফোরণে। অন্যদিকে আহতদের চিকিৎসার কথা মাথায় রেখে রাজ্যের চিকিৎসকদের ছুটি বাতিল করেছে কেরল সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.