Advertisement
Advertisement

Breaking News

Delhi Airport

প্রবল বৃষ্টিতে ভাঙল দিল্লি বিমানবন্দরের ছাদ, মৃত ১, আংশিক বন্ধ পরিষেবা

গুরুতর আহত ৫ জন।

Delhi Airport roof collapsed due to heavy rain, 1 died
Published by: Anwesha Adhikary
  • Posted:June 28, 2024 9:11 am
  • Updated:June 28, 2024 9:56 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদ। তার জেরে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। সেই সঙ্গে পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। আপাতত দিল্লি বিমানবন্দরের ১ নং টার্মিনালটি সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বিভাগ।

জানা গিয়েছে, শুক্রবার ভোর থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। সকাল সাড়ে পাঁচটা নাগাদ বৃষ্টির তোড়ে আচমকাই ভেঙে পড়ে ১ নং টার্মিনালের ছাদের একটা বড় অংশ। ছাদের পাশাপাশি সেখানকার একটি থামও ভেঙে পড়ে। বিমানবন্দরের ওই অংশে মূলত গাড়ি পার্কিং করা হয়। ছাদ ভেঙে পড়ার সময়ে সেখানে বহু গাড়ি এবং ক্যাব ছিল। ক্ষতিগ্রস্ত হয়েছে সেই গাড়িগুলোও।

Advertisement

[আরও পড়ুন: ২৪ লক্ষ পড়ুয়ার আওয়াজ হবে ইন্ডিয়া জোট, নিট ইস্যুতে সংসদে প্রতিবাদ, হুঙ্কার ডেরেকের

বিমানবন্দরে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে দমকল। সেই সময়েই ক্ষতিগ্রস্ত একটি গাড়ি থেকে মৃত অবস্থায় বের করা হয় এক ব্যক্তিকে। দিল্লি বিমানবন্দরের (Delhi Airport) তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ১ নং টার্মিনাল থেকে সমস্ত উড়ান চলাচল বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, ইন্দিরা গান্ধী বিমানবন্দরের এই টার্মিনাল থেকে কেবল দেশীয় বিমান ওঠানামা করে। দুপুর দুটো পর্যন্ত বন্ধ থাকবে উড়ান চলাচল।

Advertisement

গোটা ঘটনার দিকে নজর রাখছেন বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় অসামরিক উড়ান পরিবহন মন্ত্রী রাম মোহন নায়ডু। তিনি জানান, “সমস্ত উড়ান সংস্থাগুলোকে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত যাত্রীদের পাশে থাকতে। ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।” দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, আহতদের অবস্থা আপাতত স্থিতিশীল। দমকলের সঙ্গে উদ্ধারকাজে শামিল হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। 

[আরও পড়ুন: টোটো ভাড়া ২২ লাখ, জলের খরচ ২০ লাখ! দিলীপের নির্বাচনী খরচের বহরে ক্ষুব্ধ দলের একাংশ

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ