সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির সকালেই ধোঁয়ার পুরু চাদরে ঢাকল দিল্লি। নামল বাতাসের গুণগত মান (AQI)। এমন ঘটনায় আশঙ্কিত রাজধানীর নাগরিকরা। প্রশ্ন উঠছে, দীপাবলির সকালেই যদি এই অবস্থা হয়, তা হলে রাতে পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছবে? যদিও প্রতিবারের মতোই দিল্লিতে শব্দবাজি, আতসবাজি বিক্রি, মজুত এবং বানানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে দূষণ নিয়ন্ত্রণ কমিটি।
কিছুদিন ধরেই দিল্লির বাতাসের গুণগত মান খারাপ পর্যায়ে রয়েছে। রোজ সকালে ধোঁয়ার চাদরে ঢাকা পড়ছে শহর। দীপাবলির দিনেও সকালে দিল্লির বাতাসের গুণগত মান খুব খারাপ পর্যায়ে (৩২৮)। বাতাসের গুণগত মান ভয়ানক পর্যায়ে পৌঁছেছে আনন্দ বিহারে। সেখানে একিউআই ৪১৯। যদিও দীপাবলির কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
শব্দবাজি, আতসবাজি বিক্রি, মজুত এবং বানানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি। অনলাইনে বাজি বিক্রিও আগামী ২০২৫-এর ১ জানুয়ারি পর্যন্ত নিষেধ। যদিও পরিবেশ বান্ধব সবুজ বাজিকে ছাড় দিয়েছে প্রশাসন। ওই ধরনের বাজি দীপাবলির দিন রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ফাটানো যাবে। প্রশ্ন উঠছে, এর পরেও কি দিল্লির দূষণ নিয়ন্ত্রণে থাকবে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.