Advertisement
Advertisement

Breaking News

আতশবাজির ধোঁয়ায় ঢাকা পড়ল রাজধানী

দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে ৪২ গুণ বেশি৷

Delhi air quality plunges on Diwali
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 31, 2016 2:38 pm
  • Updated:October 31, 2016 2:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির রাতে আতশবাজির ধোঁয়ায় ঢাকা পড়ে গেল রাজধানী৷ সোমবার সকালেও ধোঁয়ার চাদর সরেনি দিল্লির পাঞ্জাবি বাগ, আর কে পুরম, আনন্দ বিহার থেকে৷ এবার দীপাবলিতে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও শব্দদানবের দাপট যখন পশ্চিমবঙ্গ অনেকটাই কমিয়ে আনতে পারল তখন ডাহা ফেল করল দিল্লি৷ সাধারণ দিনে দিল্লির যেসব এলাকায় সবচেয়ে বেশি পরিবেশ দূষণ হয় সেইসব স্থানে রবিবার রাতে দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে ৪২ গুন বেশি হয়ে গিয়েছিল৷

এদিন সকালেও বহু জায়গায় দৃশ্যমানতা শূন্য ছিল৷ এদিন অফিসযাত্রীরা অনেকেই রাস্তায় বেরিয়ে দৃশ্যমানতা কমে যাওয়ায় সমস্যায় পড়েন৷ সোশ্যাল মিডিয়ায় অনেকেই দিল্লির দূষণ নিয়ন্ত্রক কমিটির গাফিলতিকেই এর জন্য দোষারোপ করেন৷ রাস্তায় আতসবাজির বারুদের কটু গন্ধে শ্বাস নিতে কষ্ট হওয়ার কথা লেখেন৷ বাজির ধোঁয়ায় গোটা এলাকা ঢাকা পড়ায় দু’পা দূরের কিছু দেখা যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন পশ্চিম দিল্লির শাদিপুরের এক বাসিন্দা৷

Advertisement

পশ্চিমবঙ্গে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সতর্কতার জেরে এবার দীপাবলিতে শব্দবাজির দৌরাত্ম্য প্রায় ছিল না বললেই চলে৷ সেখানে দিল্লির বহু জায়গায় এদিন সকাল সাতটাতেও পরিবেশে দূষণের মান স্বাভাবিকের চেয়ে প্রায় ১৬ গুন বেশি ছিল৷ বায়ুতে মিশে থাকা বাজির এইসব ক্ষতিকর গ্যাসের জন্য শ্বাসকষ্টের পাশাপাশি ফুসফুসে সংক্রমণও হতে পারে৷ দিল্লিতে প্রতি বছরই দীপাবলির রাতে অনিয়ন্ত্রিতভাবে বাজি পোড়ানো হয়৷ প্রতিবারই দূষণ নিয়ন্ত্রণ কমিটি তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়৷ দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির দেওয়া রিপোর্টে দেখা গিয়েছে, আনন্দবিহারের বাতাসে দূষিত গ্যাসের পরিমাণ নিরাপদ অবস্থার চেয়ে ১২ গুন বেশি রয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement