সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার আর্জি জানানো হলেও আদালতে জামিন মিলছে না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এরই মাঝে গোদের উপর বিষফোঁড়ার মত ভাঙতে শুরু করেছে আম আদমি পার্টি। এবার আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ছত্তরপুরের বিধায়ক কর্তার সিং তানওয়ার। তাঁর সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন বিধায়ক রাজকুমার আনন্দ ও বীণা আনন্দ।
বুধবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে তাঁদের হাতে পদ্ম পতাকা তুলে দেন দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেবা ও বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং-সহ অন্যান্য নেতৃত্বরা। বিজেপির তরফে জানা গিয়েছে, প্রাক্তন ও বর্তমান আপ বিধায়কদের পাশাপাশি এদিন বিজেপিতে যোগ দেন দিল্লির আপ কাউন্সিলর উমেদ সিং ফোগাট-সহ বেশ কয়েকজন আপ সদস্য। আপ নেতাদের যোগদান প্রসঙ্গে অরুণ সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ও তাঁর কাজে অনুপ্রাণিত হয়ে আপ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা। ওই নেতারা বুঝতে পেরেছেন দুর্নীতিগ্রস্ত আপ দলে থেকে কাজ করা মানে একনায়কতন্ত্রের মধ্যে কাজ করা।
উল্লেখ্য, অরবিন্দ কেজরিওয়াল জেলবন্দী হওয়ার পর গত ৪ মাসে আপ ছেড়ে বিজেপিতে গেলেন ৪ শীর্ষ নেতা। ছত্তরপুরের বিধায়ক কর্তার সিং তানওয়ারের বিজেপি যোগ নিশ্চিতভাবেই বড় ধাক্কা। কারণ, মাত্র ৩দিন আগে আপের কর্মসূচিতে দেখা গিয়েছিল তাঁকে। গত ৭ জুলাই অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশ মেনে এক্স হ্যান্ডেলে বার্তাও দেন তিনি। এভাবে কার্যত রাতারাতি তাঁর দল বদলে কিছুটা হলেও বিস্মিত আপ শিবির।
দল বদলের পর কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টিকে তোপ দেগে কর্তার সিং বলেন, আম আদমি পার্টির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে দুর্নীতি। গত কয়েক মাসে দিল্লির অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় গিয়ে ঠেকেছে। প্রসঙ্গত, ২০১৫ ও ২০২০ ছত্তরপুর কেন্দ্র থেকে ২ বার বিধায়ক হন কর্তার সিং। আপে যোগ দেওয়ার আগে বিজেপির সদস্য ছিলেন এই নেতা। এবার পুরনো দলে ফিরে গেলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.