দূষণের জেরে বাড়ছে মাস্কের ব্যবহার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি বছরের মতো এবারও শীত শুরুর আগে বায়ু দূষণে জেরবার দিল্লি। শুরু হয়ে গিয়েছে একে অপরকে দোষারোপের পালাও। বিগত কয়েক বছর ধরে দেশের রাজধানীর দূষণের পরিমাণ বাড়ছে। কিন্তু, এবার আগের সমস্ত রেকর্ড ভেঙে সর্বাধিক দূষণের সাক্ষী হয়েছে দিল্লি। শুক্রবার ভোরে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে চারিদিক ধোঁয়ার ভরে গিয়েছে। এদিকে শহরের এই পরিস্থিতির জন্য পাঞ্জাব ও হরিয়ানার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেখানকার কৃষকরা ফসলের বাতিল অংশ পুড়িয়ে দেওয়ার ফলেই দূষণ বেড়েছে বলেই উল্লেখ করেন তিনি।
এই দুটি রাজ্যের জন্য দেশের রাজধানী গ্যাস চেম্বারে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আর এই দূষণের হাত থেকে রাজ্যবাসীকে বাঁচাতে সরকারের তরফে মাস্ক দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। সেই অনুযায়ী শুক্রবার সকালে দিল্লির স্কুল পড়ুয়াদের মাস্ক বিলি করেন তিনি। এর জন্য সরকার ৫০ লক্ষ মাস্ক কিনেছে বলেও জানান। এরপরই স্কুল পড়ুয়াদের দূষণ রোধের জন্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দার সিং ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারকে চিঠি পাঠানোর আবেদন করেন কেজরিওয়াল। পরে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুলগুলি বন্ধ রাখা হবে বলেও ঘোষণা করেন তিনি।
পড়ুয়াদের হাতে মাস্ক তুলে দেওয়ার ফাঁকে এপ্রসঙ্গে তিনি বলেন, ‘দয়া করে ক্যাপ্টেন আঙ্কেল ও খাট্টার আঙ্কেলকে চিঠি লিখে তোমাদের স্বাস্থ্যের কথা খেয়াল করতে বলো।’
পরে এই বিষয়ে টুইট করেন, ‘প্রতিবেশী রাজ্যগুলিতে ফসল পোড়ানোর ফলে দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। এই বিষাক্ত পরিবেশ থেকে নিজেদের রক্ষা করাটা এখন সবচেয়ে বেশি জরুরি। তাই সরকারি ও বেসরকারি স্কুলের পড়ুয়াদের জন্য আমরা আজ থেকে মাস্ক বিতরণ করছি। এর জন্য মোট ৫০ লক্ষ মাস্ক কেনা হয়েছে। দিল্লিবাসীর কাছে অনুরোধ করব যখনই দরকার পড়বে তখনই এই মাস্ক ব্যবহার করুন।’
Delhi has turned into a gas chamber due to smoke from crop burning in neighbouring states
— Arvind Kejriwal (@ArvindKejriwal) November 1, 2019
It is very imp that we protect ourselves from this toxic air. Through pvt & govt schools, we have started distributing 50 lakh masks today
I urge all Delhiites to use them whenever needed pic.twitter.com/MYwRz9euaq
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.