সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে ৮৫ জন বিএসএফ (BSF) কর্মীর শরীরে মিলল করোনা নমুনা। ফলে সশস্ত্র সেনার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁল ৪০০। দেশে আধা সেনার মধ্যে ২৮৬ জনের শরীরে করোনার নমুনা মেলে।
While performing operational&essential duties, 85 more BSF personnel have been infected with #COVID19. It’s reiterated that in each establishment of BSF, SOPs are strictly being followed. Instructions of MoHFW are enforced & religiously followed to check spread of pandemic: BSF pic.twitter.com/p1i1LMYvJb
— ANI (@ANI) May 6, 2020
এক, দুই বা দশ নয়, একদিনে দিল্লির সিজিও কমপ্লেক্সে বিএসএফের প্রধান দপ্তরে কর্মরত ৮৫ জন কর্মীর শরীরে বুধবার করোনার সন্ধান পাওয়া যায়। জানা যায়, তাঁরা সকলেই জরুরি সময়ের প্রয়োজনীয় দায়িত্ব পালনের কাজে নিযুক্ত ছিলেন। একই ব্যাটেনিয়ানের মধ্যে ১৩ জন আক্রান্ত হয়েছেন। তাদের সকলকে আর্মি হাসপাতালে রেখে চিকিৎসা করা হচ্ছে। দেশে করোনা আক্রান্তদের নিয়ন্ত্রণ করতে প্রথমে সেনার সাহায্য নেওয়া হয়েছিল। কিন্তু এখন দেশে দেড়শোর বেশি বিএসএফ কর্মী, সিআরপিএফের (CRPF) মধ্যে ১৪৬ জন ও ১৩ জন সশস্ত্র বাহিনীর (SSB) কর্মী, আইটিবিপি (ITBP)-র ৪৫ জন, সিআইএসএফের (CISF) ১৫ জন আক্রান্ত হয়েছেন। দেশের প্রায় ১০ লক্ষ সেনারা সীমানা-সহ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে কর্মরত। বিগত এক সপ্তাহের মধ্যে দেশের সেনাদের মধ্যে করোনা সংক্রমণের প্রভাব বেড়ে গেছে। যদিও তাদের বারও বার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেওয়া হয়।
মে মাসের প্রথম থেকেই দিল্লির লোধি রোডের এই সিজিও কমপ্লেক্সের বিএসএফ কর্মীরা আক্রান্ত হতে শুরু করেন। ফলে মাঝে মধ্যেই অফিস বন্ধ করে চলছে জীবাণুনাশের কাজ। এর আগেও বিএসএফের হেড কনস্টেবল করোনা আক্রান্ত হওয়ায় প্রধান দপ্তরের অফিস আংশিক বন্ধ করে দেওয়া হয়। নতুন করে আক্রান্ত হওয়া কর্মীরা কাদের সংস্পর্ষে এসেছিলেন তাঁদের চিহ্নিত করা হচ্ছে। আক্রান্ত হওয়া কর্মীদের ব্যাটেলিয়ানের বাকি কর্মীদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। যদিও এখনও তাদের রিপোর্ট পাওয়া যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.