Advertisement
Advertisement

Breaking News

নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসিতে দেরি, তিহার কর্তৃপক্ষকে নোটিস মহিলা কমিশনের

তাড়াতাড়ি উত্তরের নির্দেশ৷

Delay in execution of Nirbhaya convicts, DCW flays Tihar jail
Published by: Tanujit Das
  • Posted:September 10, 2018 6:34 pm
  • Updated:September 10, 2018 6:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির নির্ভয়া কাণ্ডের দোষীদের ফাঁসি দিতে দেরি কেন? তিহার জেল কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে রিপোর্ট তলব করল দিল্লির মহিলা কমিশন৷ শীঘ্রই কমিশনের কাছে এই সংক্রান্ত উত্তর পাঠানোর নির্দেশে দেওয়া হয়েছে তিহার জেলা কর্তৃপক্ষকে৷ কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল জানান, এর ফলে চরম দোষ করেও অপরাধীরা বেশি কয়েকদিন পৃথিবীর আলো দেখতে পাচ্ছে৷ এমন অপরাধ করেও তাদের মধ্যে আবারও বাঁচার আশা তৈরি হতে শুরু করেছে৷

[থানায় মহিলা কনস্টেবলকে ধর্ষণ দুই পুলিশকর্মীর! চাঞ্চল্য হরিয়ানায়]

Advertisement

এখানেই শেষ নয়৷ কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও দ্বারস্থ হন দিল্লি মহিলা কমিশনের প্রধান৷ ধর্ষণে দোষী সাব্যস্তদের চরম শাস্তির আবেদন জানান তিনি৷ বলেন, শীঘ্রই এই বিষয়ে কঠোর আইন নিয়ে আসুক কেন্দ্রীয় সরকার৷ চলতি বছরের জুলাই মাসে দিল্লির নির্ভয়া কাণ্ডে ধর্ষকদের ফাঁসির সাজা বহাল রাখার নির্দেশ দেয় শীর্ষ আদালত। গণধর্ষণকাণ্ডে ফাঁসির আবেদন পুনর্বিবেচনার আরজি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তিন দোষী৷ সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি দীপক মিশ্র, আর বানুমাঠি ও অশোক ভূষণের ডিভিশন বেঞ্চ৷ ফলে বহাল থাকে চার দোষীর ফাঁসির সাজা৷

[বনধ করেও দেশের ‘বিকাশ’ বন্ধ করা যাবে না, কংগ্রেসকে তোপ বিজেপির]

উল্লেখ্য, ২০১২-র ১৬ ডিসেম্বরের রাত দেশের ইতিহাসে অন্যতম কালো দিন হিসাবে এখনও গণ্য করা হয়৷ রাতের চলন্ত বাসে, প্রেমিকের সামনেই ওইদিন নির্মমভাবে গণধর্ষণ ও খুন করা হয় ডাক্তারি পড়ুয়া ‘নির্ভয়া’কে৷ যা প্রশ্ন তুলে দিয়ে রাজধানী দিল্লির বুকে মহিলাদের নিরাপত্তা নিয়ে৷ কেবল ভারত নয়, ঘটনার ভয়াবহতায় কেঁপে উঠে বিশ্ব৷ মৃত্যুর সঙ্গে প্রাণপণ লড়াই করেন নির্যাতিতা৷ ১৬ দিনের মাথায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷ ঘটনায় ছ’জনকে গ্রেপ্তার করে পুলিশ৷ অভিযুক্তদের মধ্যে বাস চালক রাম সিং জেলের মধ্যেই আত্মহত্যা করে৷ অপর একজন অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে জুভেনাইল সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত৷ অন্যান্য দোষীদের কঠোরতম ফাঁসির সাজা চান নির্ভয়ার বাবা-মা৷ দীর্ঘ টানাপোড়েনের পর চলতি বছর ন্যায় পান তাঁরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement