Advertisement
Advertisement

Breaking News

কারফিউ উপেক্ষা করে সেনাবাহিনীতে যোগ দিতে পরীক্ষার্থীদের ঢল শ্রীনগরে

ভারতীয় সেনার পাশেই কাশ্মীরের যুব সম্প্রদায়, বার্তা দিচ্ছে এই চিত্র৷

Defying shutdown call by Hurriyat, youngsters come forth to enroll in Indian Army
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2017 1:18 pm
  • Updated:May 28, 2017 1:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজিরবিহীন দৃশ্য অশান্ত জম্মু ও কাশ্মীরে৷ অচেনাও বটে, কিন্তু বড় বাস্তব৷ রবিবার কারফিউ উপেক্ষা করে শ্রীনগরে ভারতীয় সেনার জুনিয়র কমিশনড অফিসার-সহ অন্যান্য পদের জন্য পরীক্ষা দিতে এলেন বহু কাশ্মীরি যুবক৷ আরও একবার যেন প্রমাণিত হয়ে গেল, জঙ্গি বা বিচ্ছিন্নতাবাদী নয়, উপত্যকার তামাম মানুষ ভারতীয় সেনার পাশেই রয়েছেন৷

সেনা সূত্রে খবর, রেজিস্ট্রেশন, ফিজিক্যাল ও মেডিক্যাল টেস্টের পর এদিন ছিল লিখিত পরীক্ষা৷ উপত্যকায় কারফিউ লাগু হওয়া সত্ত্বেও ৮১৫ জনের মধ্যে ৭৯৯ জন আবেদনকারীই রবিবার পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হন৷ ভারতীয় সেনার গুলিতে কুখ্যাত হিজবুল মুজাহিদিন জঙ্গি সাবজার আহমেদ ভাট নিকেশ হওয়ার পর নতুন করে অশান্তি ছড়িয়েছে জম্মু ও কাশ্মীরে৷ এই অবস্থায় এতজন পরীক্ষার্থী আজ ভারতীয় সেনায় ভর্তি হওয়ার পরীক্ষা দিতে এসেছে দেখে সেনাকর্তাদের মুখে হাসি ফুটেছে৷

Advertisement

[‘ভারতে মুসলিমরা নিরাপত্তার অভাব বোধ করলে…’, ভাইরাল রণদীপ হুডার পোস্ট]

exam-3

পরীক্ষার পর সেনার GOC কিলো ফোর্সের মেজর জেনারেল এ কে সিং মন্তব্য করেন,  “কাশ্মীরি যুবক-যুবতীরা এদিন পূর্ণ উদ্যমে পরীক্ষা দিয়েছেন৷ আমি আশা করি, তাঁদের আমরা সঠিক দিশা দেখাতে পারব৷” পাশাপাশি, উপত্যকার পরিস্থিতি সম্পর্কেও সতর্ক করে তিনি বলেন, “২০০ থেকে ২৫০ জন জঙ্গি নিয়ন্ত্রণরেখার কাছে অপেক্ষা করছে৷ পাকিস্তানের লক্ষ্যই হল সীমান্তের এপারে অনুপ্রবেশ করা৷” যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে শ্রীনগর-সহ উপত্যকার একাধিক সংবেদনশীল এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা৷

খানওয়ার, রায়নাওয়ারি, মহারাজগঞ্জ, নৌহট্টা-সহ আটটি পুলিশ স্টেশন এলাকায় জারি রয়েছে কারফিউ৷ বিক্ষোভকারীদের হামলায় হতাহতের সংখ্যা ঠেকাতে অধিকাংশ স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে৷ গতকাল মোবাইল ইন্টারনেট পরিষেবা স্তব্ধ করে দেওয়া হয়েছে৷ প্রিপেড মোবাইল থেকে আউটগোয়িং কল পরিষেবাও বন্ধ রাখা হয়েছে অনির্দিষ্টকালের জন্য৷ বুরহান ওয়ানির উত্তরসূরি সাবজার ভাটের মৃত্যুর প্রতিবাদে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় ভারতীয় সেনার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে বিচ্ছিন্নতবাদীদের একাংশ৷ তাদের ঠেকাতে শ্রীনগরে নির্দিষ্ট দূরত্ব অন্তর মোতায়েন করা হয়েছে সেনাকে৷

[বড়সড় জঙ্গি হামলা রুখল সেনার শিখ ব্যাটেলিয়ন, নিকেশ অনুপ্রবেশকারী]

exam-2

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement