Advertisement
Advertisement
অজয় কুমার করোনা

এবার করোনা আক্রান্ত খোদ প্রতিরক্ষা সচিব! কোয়ারেন্টাইনে সাউথ ব্লকের বহু কর্মী

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দপ্তরে যাননি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Defence Secretary Ajay Kumar tests coronavirus positive
Published by: Subhajit Mandal
  • Posted:June 4, 2020 8:46 am
  • Updated:June 4, 2020 8:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার থাবা এবার প্রতিরক্ষা মন্ত্রকে। আক্রান্ত প্রতিরক্ষা সচিব অজয় কুমার (Ajay Kumar)। বুধবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এমনটাই দাবি কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের। সরকারিভাবে এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রক কোনও বিবৃতি দেয়নি। তবে সূত্রের খবর, অজয় কুমার এখন সুস্থ আছেন। তাঁকে হাসপাতালেও ভরতি করতে হয়নি। আপাতত হোম কোয়ারেন্টাইনেই আছেন প্রতিরক্ষা মন্ত্রকের গুরুত্বপূর্ণ এই আমলা।

অজয় কুমারের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলতেই সাউথ ব্লকের (South Block) একটা বড় অংশ সিল করে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা সচিব যে দিকটাই বসতেন, সেই দিকের পুরো অংশ স্যানিটাইজ করা হচ্ছে। গত কয়েকদিনে কারা কারা তাঁর সংস্পর্শে এসেছেন, তা সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত মন্ত্রকের ৩৫ জন কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। উল্লেখ্য, অজয় কুমারের দপ্তরের পাশেই খোদ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের দপ্তর। সেনাপ্রধান এবং বায়ুসেনা প্রধানের দপ্তরও কাছেই। এইসব দপ্তরের আধিকারিকরাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বুধবার দপ্তর যাননি। গতকাল সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দপ্তর যাননি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বের তুলনায় ভারতে সংক্রমিত করোনা ভাইরাসের জিন দুর্বল, দাবি CSIR বিজ্ঞানীদের]

এদিকে গতকালই দেশের আরও এক প্রথম সারির আমলা করোনা আক্রান্ত হয়েছেন। আইনমন্ত্রকের যুগ্ম সচিবের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। প্রতিরক্ষামন্ত্রকের মতোই আইনমন্ত্রকেও সমস্তরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। শাস্ত্রী ভবনের (Shastri Bhawan) একটা বড় অংশ স্যানিটাইজ করা হচ্ছে। যে সমস্ত কর্মীরা যুগ্ম সচিবের সংস্পর্শে এসেছেন, তাঁদের প্রত্যেককে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। ওই আধিকারিকদের বলা হয়েছে আগামী ১২ জুন পর্যন্ত সেলফ কোয়ারেন্টাইনে থাকতে। উল্লেখ্য, এর আগে মে মাসে আইনমন্ত্রকেরই আরেক আমলা করোনা আক্রান্ত হয়েছিলেন। একের পর এক শীর্ষস্থানীয় আমলা এভাবে আক্রান্ত হওয়ায় একদিকে যেমন সরকারি কাজ চালাতে সমস্যা হচ্ছে, অন্যদিকে তেমনি সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে আতঙ্কের আবহ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement