Advertisement
Advertisement
Defence Ministry

ভারতীয় সেনায় ফের নারীশক্তিতে জোর, এবার LoC তেও মোতায়েন মহিলা অফিসার!

নয়া সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

Defence ministry of India approves appointment of women officers of Territorial Army along LoC | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:May 8, 2023 10:27 am
  • Updated:May 10, 2023 3:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশরক্ষায় ফের নারীশক্তির বিকাশে এগিয়ে এল কেন্দ্র। এবার নিয়ন্ত্রণ রেখায় (LoC) সেনাবাহিনীর বিশেষ শাখায় মোতায়েন করা হবে মহিলা আধিকারিকদের। এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Sing)। পাশাপাশি, বিপর্যয় মোকাবিলায় বিশেষভাবে সক্ষম ওই বাহিনীর সদর দপ্তরেও মহিলা আধিকারিকদের নিয়োগ করা হবে। সবটাই নির্বাচিত হবে সেনায় কাজের অভিজ্ঞতার ভিত্তিতে। এমনই জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) আরও বেশি করে নারীশক্তিকে কাজে লাগাতে কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সকলে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, টেরিটোরিয়াল আর্মি অর্থাৎ মূলত বিপর্যয় মোকাবিলায় কাজ করা সেনার বিশেষ বাহিনীতে মহিলা অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছেন মন্ত্রী রাজনাথ সিং। নিয়ন্ত্রণরেখা বরাবর মোতায়েন থাকা সেনাবাহিনীর এই শাখার ইঞ্জিনিয়ারিং রেজিমেন্টেক তাঁদের নিয়োগ করা হবে। পাশাপাশি দিল্লিতে সদর দপ্তর এবং ডিরেক্টর জেনারেলের দপ্তরে প্রয়োজনমতো কাজ করতে পারবেন মহিলা আধিকারিকরা। বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, এই মুহূর্তে এসব কাজের জন্য পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে যথেষ্ট যোগ্যতার সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন মহিলারাও। দেশের কাজ করতে তাঁদের উচ্চাশাও পূরণ হওয়া দরকার। আর সেদিকে নজর রেখেই কেন্দ্রের এই সিদ্ধান্ত।

Advertisement

[আরও পড়ুন: গেরুয়াপন্থী সংগঠনের রবীন্দ্র অনুষ্ঠানের আমন্ত্রণপত্র থেকে বাদ শুভেন্দুর নাম, সংযোজিত সুকান্ত]

এই টেরিটোরিয়াল আর্মির (Territorial Army) মূল কাজ কী? মূলত শারীরিকভাবে দক্ষ সাধারণ নাগরিক ও সেনার প্রাথমিক প্রশিক্ষণপ্রাপ্ত নাগরিকদের সমন্বয়ে এক বাহিনী, যারা সাধারণত বিপর্যয় মোকাবিলার কাজ করে থাকে। প্রতি বছর এদের প্রশিক্ষণ হয়। তার মধ্যে দিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে পারেন এই বাহিনীর সদস্যরা। সীমান্তের দুর্গম এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই বাহিনীর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবার সেই কাজেই নারীর ক্ষমতায়ন ঘটছে। নিয়ন্ত্রণ রেখার কাছেও এবার থেকে মোতায়েন থাকবেন মহিলারা। এই মর্মে প্রয়োজনীয় আইন সংশোধনের পথে হেঁটেছে প্রতিরক্ষা মন্ত্রক।

উল্লেখ্য, কয়েক বছর ধরেই ভারতীয় সেনাবাহিনীতে নানা সংস্কার করেছে মোদি সরকার। যার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেনায় মহিলা ক্যাডার নিয়োগ। দীর্ঘদিন ধরে যা নিয়ে বিস্তর টানাপোড়েন চলার পর অবশেষে আইন সংশোধনের মধ্যে দিয়ে তার বাস্তবায়ন ঘটেছে।।আর এবার LoC বরাবর বিপর্যয় মোকাবিলার কাজে মহিলা অফিসার নিয়োগ করছে কেন্দ্র। 

[আরও পড়ুন: ‘ওদের যথেষ্ট শিক্ষা হয়েছে’, অভিযুক্তদের গ্রেপ্তারির পর দিল্লি পুলিশকে ধন্যবাদ নীতীশপত্নীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement