সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ব লাদাখে চিনা (China) আগ্রাসনের কথা মাথায় রেখে প্রস্তুত ভারত। এবার লালফৌজকে কড়া টক্কর দেওয়ার উদ্দেশ্যে আরও ৩৩টি অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার অনুমোদন দিল কেন্দ্র। ২০১৬ সালে ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফালে যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষরের পরে দ্বিতীয় পর্যায়ে এই ৩৩টি যুদ্ধবিমান কিনতে চলেছে ভারতীয় বায়ুসেনা৷
বৃহস্পতিবার, ১২টি Su-30MKI ও ২১টি MiG-29 যুদ্ধবিমান কেনায় সবুজ সংকেত দিল প্রতিরক্ষামন্ত্রক। এছাড়াও, ৫৯টি MiG-29s যুদ্ধবিমানকে আরও আধুনিক করে তোলার জন্য মোট ১৮ হাজার ১৪৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “ভারতীয় বায়ুসেনার প্রয়োজনের কথা মাথায় রেখে যুদ্ধবিমানগুলি কেনার অনুমোদন দিয়েছে Defence Acquisition Council (DAC)।”
জানা গিয়েছে, রাশিয়া (Russia) থেকে ২১টি মিগ বিমান কিনতে ও ৫৯টির আধুনিকীকরণ করতে খরচ হবে ৭ হাজার ৪১৮ কোটি টাকা। অন্যদিকে, ১২টি Su-30MKI কেনা হবে ভারতীয় বিমান প্রস্তুতকারী সংস্থা HAL-এর কাছ থেকে। এর জন্য খরচ হবে ১০ হাজার ৭৩০ কোটি টাকা। শুধু তাই নয়, সেনার তিন বাহিনীর জন্য সব মিলিয়ে প্রায় ৩৮ হাজার ৯০০ কোটি টাকার হাতিয়ার কেনার অনুমতি দিয়েছে Defence Acquisition Council। এর মধ্যে রয়েছে, ভারতীয় বায়ুসেনা ও নৌসেনার জন্য ২৪৮টি অস্ত্র এয়ার-টাইম এয়ার মিসাইল৷ পাশাপাশি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে নতুন ক্রুজ মিসাইল (১০০০ কিমি দূরে হামলা করতে সক্ষম) তৈরির ছাড়পত্রও দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক৷
উল্লেখ্য, লাদাখ নিয়ে ক্রমেই সংঘাতের পথে হাঁটছে ভারত (India) ও চিন। কূটনৈতিক স্তরে আলোচনা চললেও ১৯৬২’র যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে লালফৌজের বিরুদ্ধে সামরিকভাবে প্রস্তুত থাকতে চাইছে ভারত। তাই এবার শক্তি বাড়িয়ে যুদ্ধবিমানের পাশাপাশি আরও স্পাইস ২০০০ বা ‘বালাকোট বোমা’ কিনতে চলেছে ভারতীয় বায়ুসেনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.