Advertisement
Advertisement
Rajnath Singh

চিন ও পাক সীমান্তে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন! একই দিনে ৪৪টি সেতু উদ্বোধন রাজনাথের

রাজনাথ বলেন, সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে দৃঢ়প্রতিজ্ঞ ভারত।

Defence Minister Rajnath Singh inaugurates 44 bridges made by BRO to facilitate military transport | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 12, 2020 5:37 pm
  • Updated:October 12, 2020 5:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার পাকিস্তান (Pakistan) ও চিন (China) সীমান্ত সংলগ্ন অঞ্চলে ৪৪টি সেতুর উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজন‌াথ সিং (Rajnath Singh)। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি ওই সেতুগুলির উদ্বোধন করেন। বর্ডার রোড অর্গানাইজেশন সেতু তৈরির দায়িত্বে রয়েছে। এদিন উদ্বোধনের সময় প্রতিরক্ষামন্ত্রী চিন ও পাকিস্তানকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘‘এই মুহূর্তে দেশ করোনা অতিমারীর ধাক্কায় নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এরই মধ্যে চিন ও পাকিস্তান যাদের সঙ্গে আমরা প্রায় সাত হাজার কিলোমিটার সীমান্ত ভাগ করে নিই, তারা প্রতিদিনই কোনও না কোনও সমস্যা তৈরি করছে।’’

সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সামরিক পরিবহণের সুবিধার্থে এই সেতুগুলির নির্মাণ করা হয়েছে। ৪৪টি সেতুর মধ্যে আটটি অরুণাচলপ্রদেশ ও বাকি ৩৬টি হিমাচলপ্রদেশে অবস্থিত।রাজনাথ সিং দাবি করেন, এর ফলে পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বে সেনা ও সাধারণ নাগরিকদের যাতায়াতের সুবিধা হবে। তিনি বলেন, ‘‘আমাদের সেনাবাহিনীর কর্মীদের একটা বিরাট অংশই এমন স্থানে মোতায়েন থাকেন, যেখানে সারা বছরই যাতায়াতের অসুবিধা।’’

Advertisement

[আরও পড়ুন : ডোনাল্ড ট্রাম্পের আরোগ্য কামনায় উপবাস, প্রাণ গেল তেলেঙ্গানার যুবকের]

এদিন তিনি আরও বলেন, ‘‘কোভিড-১৯ অতিমারী এবং সীমান্তের বর্তমান পরিস্থিতি, এই দুই চ্যালেঞ্জের মোকাবিলা করতে দৃঢ়প্রতিজ্ঞ ভারত। দেশ পরিকাঠামোমূলক প্রকল্পগুলিও সম্পূর্ণ করেছে সফল ভাবে। এটা সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণামূলক নেতৃত্বের জন্য।’’ সেতুগুলি দেশবাসীর উদ্দেশে উৎসর্গ করেন প্রতিরক্ষামন্ত্রী। 

এদিন রাজনাথ সিং নেচিপু টানেলেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই টানেলটি অরুণাচলপ্রদেশের বিসিটি রোডে অবস্থিত। ৪৫০ মিটার দীর্ঘ এই টানেলে দু’টি আলাদা লেন থাকবে। একেকটি ৩.৫ মিটার চওড়া। এছাড়াও আরও একটি ১.৮ কিমি দীর্ঘ টানেল নির্মিত হবে বিসিটি রোডে। উদ্বোধনের পরে বিআরও-কে অটল টানেলের জন্য অভিনন্দন জানান তিনি। প্রসঙ্গত, কয়েকদিন আগে ওই টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।   

[আরও পড়ুন : দেশে একধাক্কায় অনেকটা কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, কমল মৃত্যুও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement