Advertisement
Advertisement

রাফালে ইস্যুতে রাহুলের অভিযোগ উড়িয়ে পালটা আক্রমণ নির্মলার

ভুল ব্যাখ্যা করা হচ্ছে, জানালেন প্রতিরক্ষামন্ত্রী৷

  Defence Minister rejects report of PMO interference in Rafale deal
Published by: Tanujit Das
  • Posted:February 8, 2019 3:38 pm
  • Updated:February 9, 2019 11:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রাফালে ইস্যুতে পিএমও-কে লেখা প্রতিরক্ষা মন্ত্রকের চিঠির ভুল ব্যাখ্যা করছে কংগ্রেস৷’ রাহুল গান্ধীকে জবাব দিয়ে এমনই পালটা অভিযোগ করলেন প্রতিরক্ষামন্ত্রী৷ লোকসভার জবাবি ভাষণে নির্মলা সীতারমণ দাবি করলেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে চিঠির সম্পূর্ণ অংশ প্রকাশ করা হয়নি সংবাদপত্রের ওই প্রতিদেবনে৷ এমনকী, প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যকেও তুলে ধরা হয়নি৷

[সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ‘ধ্বংস’ করছেন মোদি! পিএমও-র টুইট ভাইরাল ]

Advertisement

সংবাদপত্র ‘দ্য হিন্দু’তে প্রকাশিত রাফালে সংক্রান্ত একটি প্রতিবেদনকে হাতিয়ার করে মোদিকে আক্রমণ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ সরাসরি অভিযোগ করেন, বায়ুসেনার ৩০ হাজার কোটি টাকা ‘চুরি’ করেছেন প্রধানমন্ত্রী৷ প্রতিরক্ষা মন্ত্রককে অন্ধকারের রেখে ফ্রান্সের সঙ্গে এই দর কষাকষি করেছে পিএমও৷ বিষয়টি নিয়ে শুক্রবার লোকসভাতেও হট্টগোল করতে শুরু করে বিরোধীরা৷ সংসদীয় কমিটির তদন্তের দাবিতে সরব হন বিরোধী কংগ্রেস, তৃণমূল-সহ সমস্ত বিরোধীরা৷ সরকারের তরফে এরপরই মুখ খোলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ৷ কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দেন তিনি৷ বলেন, ‘‘চিঠির ভুল ব্যাখ্যা করছে কংগ্রেস৷ এই চিঠির উত্তরে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর জানিয়েছিলেন যে, সব কিছু ঠিকঠাক চলছে৷ কোনও অসুবিধা নেই৷ সেই বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রকাশ করা হয়নি সংবাদপত্রের প্রতিবেদনে৷’’

[ফাঁস রাফালে সংক্রান্ত গোপন নথি, ‘মোদি চোর’ আক্রমণ রাহুলের]

এদিনের ভাষণে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীকেও আক্রমণ করেন প্রতিরক্ষা মন্ত্রী৷ প্রশ্ন করেন, ‘‘এনএসি চেয়ারম্যান হিসাবে সোনিয়া গান্ধী কী করতেন? তিনি পিএমও-র কাজে হস্তক্ষেপ করতেন না?’’ কেবল প্রতিরক্ষা মন্ত্রীই নন৷ কংগ্রেস সভাপতি কেন্দ্রকে আক্রমণ করার পর, মুখ খুলেছেন তৎকালীন প্রতিরক্ষা সচিব মোহন কুমারও৷ তৎকালীন প্রতিরক্ষা সচিব জানান, তাঁর লেখা ওই চিঠির সঙ্গে রাফালে যুদ্ধ বিমানের দর কষাকষির কোনও সম্পর্ক নেই৷ নিয়মকানুনের বিষয় উল্লেখ করে ওই চিঠি লেখা হয়েছে৷

[গোশালা নির্মাণে বাজেটে প্রায় ৪৫০ কোটি টাকা বরাদ্দ করল যোগী সরকার]

প্রসঙ্গত, রাফালে যুদ্ধবিমান সংক্রান্ত একটি প্রতিবেদনে চাঞ্চল্যকর অভিযোগ করেছে সংবাদপত্র ‘দ্য হিন্দু’৷ ওই প্রতিবেদনে প্রকাশিত হয়েছে ২০১৫-র ২৪ নভেম্বর প্রধানমন্ত্রীর দপ্তরকে লেখা প্রতিরক্ষা মন্ত্রকের একটি গোপন চিঠি৷ যেখানে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রক এবং নেগোসিয়েশন টিমকে অন্ধকারে রেখে রাফালে যুদ্ধবিমানের দামের বিষয়ে ফ্রান্সের সঙ্গে সমান্তরাল দরাদরি চালিয়েছেন প্রধানমন্ত্রী৷ শুধু তাই নয়, ওই চিঠিতে নাকি তৎকালীন প্রতিরক্ষা সচিব জি মোহন কুমার জানিয়েছিলেন, এই ধরনের পদক্ষেপ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের সরে আসা উচিত৷ কারণ, এতে সংশ্লিষ্ট দপ্তরকে অগ্রাহ্য করা হয়৷ সংবাদপত্রে প্রকাশিত এই প্রতিবেদনকে হাতিয়ার করেই শুক্রবার মোদির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন রাহুল গান্ধী৷ প্রশ্ন তোলেন, ‘কেন প্রতিরক্ষা মন্ত্রককে অন্ধকারে রেখে ফ্রান্সের সঙ্গে সরাসরি দর কষাকষি করেছেন প্রধানমন্ত্রী?’ তিনি অভিযোগ করেন, ‘‘বায়ুসেনার ৩০ হাজার কোটি টাকা লুট করেছেন প্রধানমন্ত্রী৷ সেই টাকা তিনি তুলে দিয়েছেন অনিল আম্বানির হাতে৷ রাফালের বিষয়ে মিথ্যা কথা বলেছেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণও৷ এখন বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার৷’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement