Advertisement
Advertisement

Breaking News

আরও মজবুত দিল্লির নিরাপত্তা, হামলার আগে আকাশেই ধ্বংস হবে শত্রুর মিসাইল

চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের৷

Defence minister Nirmala Sitharaman approved the acquisition of the National Advanced Surface to Air Missile System-II.
Published by: Tanujit Das
  • Posted:July 29, 2018 10:22 am
  • Updated:July 29, 2018 10:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াশিংটন ও মস্কোর মতো নয়াদিল্লির অভ্যন্তরীণ নিরাপত্তা মজবুত করতে আরও সচেষ্ট প্রতিরক্ষা মন্ত্রক৷ এই দুই শক্তিশালী দেশের পথে হেঁটেই রাজধানীর নিরাপত্তায় আরও অত্যাধুনিক প্রযুক্তির সম্পন্ন National Advanced Surface to Air Missile System-II (NASAMS-II) বসাতে চলেছে কেন্দ্র৷ মার্কিন মুলুক থেকে এই মিসাইল সিস্টেম কেনার বিষয়ে ইতিমধ্যে সবুজ সংকেতও দিয়েছেন ডিফেন্স অ্যাকুইজিশন কমিটির চেয়ারম্যান তথা প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ৷ যার ফলে কেন্দ্রের কোষাগার থেকে খরচ হবে প্রায় এক বিলিয়ান মার্কিন ডলার৷

[এবার গণধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা ছাগল, পলাতক ৮ অভিযুক্ত]

Advertisement

রাজধানী নয়াদিল্লিতে রয়েছে রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, সাউথ ব্লক, নর্থ ব্লক, পার্লামেন্ট ও বিভিন্ন কেন্দ্রীয় দপ্তর৷ এহেন অতি সংবেদনশীল এলাকায় আকাশপথে নিরাপত্তা আরও মজবুত করা প্রয়োজন, অনেকদিন আগেই গোয়েন্দা রিপোর্টে তা উল্লেখ করা হয়েছে৷ বিশেষ করে, ৯/১১-য় মার্কিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর থেকেই নয়াদিল্লির আকাশপথে নজরদারি মজবুত করার কথা কেন্দ্রকে বারবার বলেছেন গোয়েন্দারা৷ ইতিমধ্যেই যা করতে অনেকটাই সফল প্রতিরক্ষা মন্ত্রক৷ তবে আরও কড়া নজরদারির ব্যবস্থা করে আর কোনও ফাঁক রাখতে চাইছে না কেন্দ্র৷ সেজন্যই National Advanced Surface to Air Missile System-II এর মতো প্রযুক্তিকে নয়াদিল্লির বুকে স্থাপন করতে চাইছে তারা৷

[OMG! ৪২ ঘণ্টার যাত্রাপথ ৪ বছরে অতিক্রম করল মালগাড়ি]

কী এই NASAMS-II? প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই অত্যাধুনিক সিস্টেমে একত্রে রয়েছে একটি 3D সেনসিটিভ ব়্যাডার, সর্ট ও মিডিয়াম রেঞ্জ মিসাইল, লঞ্চার, এয়ার ট্র্যাকার এবং কমান্ড ও কন্ট্রোল ইউনিট৷ অর্থাৎ, আকাশপথে রাজধানীর বুকে কোনও মিসাইল হানার চেষ্টা হলে এই সিস্টেমে থাকা ব়়্যাডারে সঙ্গে সঙ্গে তা ধরা পারবে৷ ট্র্যাকিং সিস্টেমের সাহায্যে NASAMS-II শত্রুপক্ষের ছোড়া সেই মিসাইলের অবস্থান জানতে পারবে এবং অত্যাধুনিক শর্ট ও মিডিয়াম রেঞ্জ মিসাইলের দ্বারা পালটা হামলায় শত্রুর মিসাইলকে ধ্বংস করতে পারবে৷ জানা গিয়েছে, বিশ্বের একাধিক সংবেদনশীল এলাকায় আকাশপথে নিরাপত্তা মজবুত করার জন্য এই মিসাইল সিস্টেমের ব্যবহার হয়ে থাকে৷ ওয়াশিংটন সিটি, বিভিন্ন দেশের ন্যাটোর দপ্তর, ইজরায়েল, মস্কোর চারপাশে মোতায়েন রয়েছে এই অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement