Advertisement
Advertisement

মমতার মন্তব্য ভাঙতে পারে সেনার মনোবল, চিঠিতে জানালেন পারিকর

সেনার বিরুদ্ধে মন্তব্য করার আগে সতর্ক থাকতে হবে, বলল কেন্দ্র৷

Defence Minister Manohar Parrikar's letter to WB CM Mamata Banerjee, expresses pain over dragging the Army into controversy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 9, 2016 11:48 am
  • Updated:June 22, 2022 3:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যকে না জানিয়ে সেনা মোতায়েন করেছিল কেন্দ্র, এই অভিযোগে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভারতীয় সেনা গাড়ি থামিয়ে টাকা তুলছে বলেও মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী৷ এমনকী, এ রাজ্যে সেনা অভ্যুত্থান হয়েছে বলেও সংবাদমাধ্যমের সামনে বিবৃতি দিয়েছিলেন মমতা৷ শুক্রবার সেই ইস্যুতেই চিঠি পাঠিয়ে মুখ্যমন্ত্রীকে সতর্ক করল কেন্দ্র৷ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর মুখ্যমন্ত্রীকে লেখা এক চিঠিতে জানিয়েছেন, “দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় আমি মর্মাহত৷ শুধু তাই নয়, সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম অভিযোগ উঠলে তাঁদের মনোবলে ভাঙন ধরতে পারে৷”

ওই চিঠিতে মুখ্যমন্ত্রীকে নিশানা করে পারিকর আরও লিখেছেন, “আপনার মতো একজন জননেত্রীর কাছ থেকে এরকম মন্তব্য আশা করা যায় না৷” রাজ্য প্রশাসনকে আগাম জানিয়েই দ্বিতীয় হুগলি সেতুর কাছে টোল প্লাজায় রুটিন অভিযানে সেনা মোতায়েন করা হয়েছিল বলে এদিন ফের দাবি করা হয়েছে কেন্দ্রের তরফে৷ এরকম রুটিন অভিযান দেশের সব প্রান্তে সারাবছর ধরে চলে বলেও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী৷

Advertisement

১ ও ২ ডিসেম্বর নবান্ন থেকে মাত্র ৫০০ মিটার দূরে সেনা মোতায়েন করা হয়েছিল৷ টোল প্লাজা দিয়ে যত ট্রাক ও বড় গাড়ি যাচ্ছিল, সেগুলির পণ্য পরিবহণ ক্ষমতা খতিয়ে দেখে স্টিকার আটকে দিচ্ছিলেন জওয়ানরা৷ নবান্নে বসে এই খবরে বেজায় ক্ষুব্ধ হন মমতা৷ সাংবাদিক বৈঠক ডেকে অভিযোগ করেন, রাজ্যের প্রশাসনিক এক্তিয়ারকে খর্ব করে, আগাম না জানিয়েই সেনা নামিয়েছে কেন্দ্র৷ নোট বাতিলের সিদ্ধান্তে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন বলেই তাঁর কন্ঠরোধের চেষ্টা করছেন প্রধানমন্ত্রী, বিস্ফোরক অভিযোগ করেন মমতা৷ এমনকী, রাজ্যে সেনা অভ্যুত্থান হয়েছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর মন্তব্যে সেনার মর্যাদা ক্ষুন্ন হয়েছে, তাঁদের মনোবলে আঘাত লেগেছে বলে আজ চিঠি লিখে জানালেন প্রতিরক্ষামন্ত্রী৷ দেশের সবচেয়ে শৃঙ্খলাপরায়ণ বাহিনীর বিরুদ্ধে আঙুল তোলার আগে রাজনৈতিক ব্যক্তিত্বদের আরও সতর্ক থাকা উচিত বলেও পরামর্শ দিয়েছেন পারিকর৷

তবে কেন্দ্রের এই অভিযোগ উড়িয়ে দিয়ে এদিন তৃণমূল তরফে দাবি করা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রীর চিঠি মুখ্যমন্ত্রী হাতে পাওয়ার আগেই সংবাদমাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে! এই ঘটনা থেকেই স্পষ্ট, কেন্দ্র রাজনৈতিকভাবে সেনাকে ব্যবহার করতে চাইছে৷ তৃণমূল মুখ্য জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন এদিন বলেছেন, চিঠি হাতে পেলে যোগ্য জবাব দেবেন মুখ্যমন্ত্রী৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement