সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জের। বিজেপির মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নূপুর শর্মাকে (Nupur Shrama)। তবে রাজনীতির জগতে বেশ পরিচিত মুখ নূপুর। ২০১৫ সালের দিল্লি নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নূপুরকে প্রার্থী করেছিল বিজেপি। যদিও সেই নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনি। তারপর থেকেই জাতীয় রাজনীতিতে বেশ পরিচিত হয়ে ওঠেন তিনি। ২০২০ সাল থেকে তিনি বিজেপির জাতীয় মুখপাত্র হিসাবে কাজ করেছেন। গতকাল তাঁকে পদ থেকে বহিষ্কার করেছে বিজেপি।
যদিও নিজের পক্ষে সাফাই দিয়ে মুখ খুলেছেন নূপুর (Suspended BJP Spokesperson)। জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ খুঁজে পাওয়ার পরেই দেশ জুড়ে নানা বিতর্কের সৃষ্টি হয়। নূপুরের মতে, শিবলিঙ্গকে ফোয়ারা বলে অসম্মান করা হয়েছে। সেই কথার প্রেক্ষিতেই তিনি হজরত মহম্মদ সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেছেন। সেই কারণে তিনি ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, “আমার কথা ফিরিয়ে নিচ্ছি। আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে আমি নিঃশর্ত ক্ষমা চাইছি।”
তবে তাতেও সমস্যা কমেনি। তাঁর এই কথার গুরুতর প্রভাব পড়েছে মধ্য প্রাচ্যের দেশগুলির উপরে। সেই দেশে ভারতীয় রাষ্টদূতদের কাছে জবাব চাওয়া হয়েছে। বিজেপির বক্তব্য যে ভারত সরকারের বক্তব্য নয়, সেই কথা জানিয়েছেন রাষ্ট্রদূতরা। তবে ইতিমধ্যেই বেশ কয়েকটি ইসলামিক দেশের খোলা বাজার থেকে তুলে নেওয়া হয়েছে ভারতীয় পণ্য। সামগ্রিক ভাবে ভারতীয় পণ্য বয়কট করার সিদ্ধান্তও নেওয়া হতে পারে এই দেশগুলির তরফে।
অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন বিতর্কিত নূপুর। সেই সঙ্গে আইনের ডিগ্রিও রয়েছে তাঁর। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়েই রাজনীতিতে হাতেখড়ি। ২০১৫ সালে নয়া দিল্লি নির্বাচনী কেন্দ্র থেকে কেজরিওয়ালের (Arvind Kejriwal) কাছে হেরে যান তিনি। এর পরে ২০১৭ সালে দিল্লি বিজেপির মুখপাত্র হিসাবে কাজ করেন তিনি। ভালো কাজের ফল হিসাবে ২০২০ সালের সেপ্টেম্বরে তাঁকে জাতীয় মুখপাত্র হিসাবে নিযুক্ত করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। যুব বিজেপির অন্যতম প্রধান মুখ হিসাবেও কাজ করেছেন নূপুর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.