Advertisement
Advertisement

Breaking News

অনুরাগীর পোস্টে হেসেই খুন প্রধানমন্ত্রী মোদি, দিলেন বাহবা!

জানেন কীভাবে?

Deewar Poster with Swachh Bharat made PM Modi Laugh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 12, 2017 8:01 am
  • Updated:August 20, 2020 10:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজারও কাজের ব্যস্ততা। সারা দিন কাজের মধ্যে থাকেন। গোটা দেশের দায়িত্ব তাঁর কাঁধে। প্রধানমন্ত্রী বলে কথা। কিন্তু তা বলে কি তাঁর হাসতে মানা? না, একেবারেই না। ইচ্ছে হলেই হাসতে পারেন। প্রাণ খুলে ‘হা হা’ করে হাসতে পারেন নরেন্দ্র দামোদরদাস মোদি। এমনটাই সম্প্রতি নিজের টুইটার প্রোফাইলে করতে দেখা গেল তাঁকে। কারণ  এক অনুরাগীর শেয়ার করা এই পোস্ট।

[মমতাকে খুনের ফতোয়া বিজেপি নেতার, নিন্দায় জয়া-মায়াবতী]

সাহুকার নামের এক টুইট প্রোফইলের মালিক এই পোস্টারটি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে।  পোস্টারটি দেওয়া হয়েছে নৈনিতালের পুরসভার পক্ষ থেকে। যাতে সাতের দর্শকের ‘দিওয়ার’ ছবির এই বিখ্যাত দৃশ্যটিকে স্বচ্ছ ভারতের প্রচারের জন্য ব্যবহার করা হয়েছে।  পোস্টার অনুযায়ী, মা নিরূপা রায় কার কাছে থাকবেন তাই নিয়ে জোর তরজা চলছে অমিতাভ বচ্চন ও শশী কাপুরের মধ্যে। ছেলেদের তর্কের জবাবে, নিরূপা রায় বলে ওঠেন, শৌচালয় যে আগে বানাবে তাঁর কাছেই থাকবেন তিনি।

[মৃত বাবার লকারে ৮৩,০০০ টাকার পুরনো নোট, আদালতের দ্বারস্থ মেয়ে]

এমন পোস্টারেই ‘হা হা’ করে হেসে উঠেছেন প্রধানমন্ত্রী মোদি।  স্বচ্ছ ভারতের এই বলিউডি প্রচার বেশ মনে ধরেছে তাঁর।  তাই টুইট করে বাহবা দিতেও ভোলেননি তিনি।

[হনুমান জয়ন্তী বিতর্কে বিজেপি নেতাকে ‘গালিগালাজ’ ইমাম বরকতির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement