Advertisement
Advertisement
S Jaishankar

‘অত্যন্ত উদ্বেগজনক’, কানাডায় হিন্দু মন্দিরে খলিস্তানি তাণ্ডবে তোপ জয়শংকরের

হিংসাকে অস্ত্র করে ভারতের সংকল্পকে দুর্বল করা যাবে না, বার্তা জয়শংকরের।

Deeply concerning, S Jaishankar on pro-Khalistan attack on Hindu temple in Canada

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:November 5, 2024 9:52 am
  • Updated:November 5, 2024 9:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার কানাডায় হিন্দু মন্দিরে খলিস্তানি তাণ্ডবের নিন্দায় সরব বিদেশমন্ত্রী এস জয়শংকর। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই মঙ্গলবার বিদেশমন্ত্রী জানালেন, কানাডার মাটিতে হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলার ঘটনা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগজনক। পাশাপাশি দৃঢ় স্বরে তাঁর বার্তা, হিংসাকে অস্ত্র করে ভারতের সংকল্পকে দুর্বল করা যাবে না।

বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। সেখান থেকেই কানাডার ঘটনায় নিন্দা করে জয়শংকর বলেন, টরন্টোর কাছে ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে হামলা চালিয়েছে খলিস্তানিরা। এই ধরনের হিংসা অত্যন্ত উদ্বেগজনক বিষয়। পাশাপাশি সোশাল মিডিয়াতে এই ইস্যুতে বিবৃতি দেন তিনি লেখেন, ‘কানাডার এক হিন্দু মন্দিরে পরিকল্পিত ভাবে যে হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা করছি। এছাড়া আমাদের কূটনীতিকদের যেভাবে ভয় দেখানো ও হুমকি দেওয়া হচ্ছে তা একইভাবে উদ্বেগের।’ একইসঙ্গে তিনি লেখেন, ‘এই ধরনের হিংসাত্মক কর্মকান্ডের মাধ্যমে ভারতের সংকল্পকে দুর্বল করা যাবে না। আমরা আশা করব কানাডা সরকার ন্যায়ের পক্ষে থাকবে এবং এই ঘটনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।’

Advertisement

রবিবার টরন্টোর কাছে ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে হামলা চালায় খলিস্তানিরা। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে খলিস্তানি তাণ্ডবের সেই ভিডিও। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মন্দিরে আসা পুণ্যার্থীদের বেধড়ক মারধর করছে হলুদ পতাকাধারী জঙ্গিরা। রেহাই পায়নি মহিলা ও শিশুরাও। মারধর করা হয় তাদেরও। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা হামলাকারীদের বাধা দেয়নি। বরং এই হামলার ঘটনায় লিপ্ত হতে দেখা যায় তাদের। পুলিশের উপস্থিতিতেই মন্দির চত্বরে তাণ্ডব চালায় খলিস্তানি জঙ্গিরা।

উল্লেখ্য, কানাডায় হিন্দুদের উপর এই হিংসার ঘটনায় সোমবার কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘কানাডার হিন্দু মন্দিরে যে হামলার ঘটনা ঘটেছে আমি তার কড়া নিন্দা জানাচ্ছি। এই হামলার মাধ্যমে আমাদের কূটনীতিকদের ভয় দেখানো কাপুরুষোচিত পদক্ষেপ। এইভাবে ভারতের সংকল্পকে দুর্বল করে দেওয়া যাবে না। আমরা আশা করছি, দোষীদের শাস্তি দিতে কানাডার সরকার দ্রুত পদক্ষেপ করবে। আইনের শাসন কায়েম রাখবে।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement