Advertisement
Advertisement

Breaking News

Meerut murder

স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের

এফআইআর দায়ের হয়েছে সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে।

Deepfake video of cop kissing Meerut murder accused Muskan surfaces, case filed
Published by: Amit Kumar Das
  • Posted:March 31, 2025 10:52 am
  • Updated:March 31, 2025 10:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিরাটের স্বামী হত্যার অভিযোগে জেলবন্দি মুসকান রাস্তোগিকে চুম্বন পুলিশ আধিকারিকের! সম্প্রতি ইনস্টাগ্রামে এমনই এক ডিপফেক ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসল উত্তরপ্রদেশ পুলিশ। অভিযুক্ত ইনস্টাগ্রাম ব্যবহারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিরাটের ব্রহ্মপুরী থানার একজন সিনিয়র সাব-ইন্সপেক্টর তথ্যপ্রযুক্তি আইনে অভিযোগ দায়ের করেছেন ‘priyanshurox_31’ নামের এক ইনস্টাগ্রাম আইডির বিরুদ্ধে। এই আইডি থেকেই এক ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গিয়েছে, পুলিশের উর্দি পরেই সিনিয়র আধিকারিক চুম্বন করছেন মুসকানকে। ভিডিওটি ভাইরাল হতেই স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, ভিডিওটি ডিপ ফেপ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ওই পুলিশ কর্তার অভিযোগ, তাঁর সম্মানহানি করার উদ্দেশে প্রযুক্তির সাহায্য নিয়ে ওই ভুয়ো ভিডিও তৈরি করা হয়েছে। পুলিশ আধিকারিকের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। এফআইআর দায়ের করা হয়েছে ওই আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে।

Advertisement

উল্লেখ্য, গত ৪ মার্চ স্বামী সৌরভ রাজপুতকে খুন করে দেহ ১৫ টুকরো করে ড্রামে লুকিয়ে রাখার অভিযোগে স্ত্রী মুসকান রাস্তোগিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অপরাধে অভিযুক্ত তাঁর প্রেমিক সাহিল শুক্লাও। তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রেমিক সাহিলের সঙ্গে মিলে স্বামী সৌরভকে মাদক মিশ্রিত পানীয় খাওয়ায় অভিযুক্তরা। এরপর ঘুমন্ত সৌরভের বুকে ছুরি বসিয়ে খুন করে দুজনে মিলে হিমাচলে বেড়াতে যায়। নৃশংস সেই হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারির পর বর্তমানে জেলবন্দি দুই অভিযুক্ত।

পুলিশের দাবি, ২০১৬ সালে সৌরভকে বিয়ে করেন মুসকান। তাদের একটি ছয় বছরের কন্যা সন্তান রয়েছে। এরপর ২০১৯ সালে সাহিলের সঙ্গে পরকীয়ার সম্পরকে জড়িয়ে পড়েন মুসকান। সেই সম্পর্কের জেরেই স্বামী সৌরভকে খুনের পরিকল্পনা করে মুসকান। হাড়হীম এই হত্যাকাণ্ডে সাড়া পড়ে গিয়েছে গোটা দেশে। এবার জেলবন্দি মুসকানের সঙ্গে পুলিশ আধিকারিকের চুম্বনের ভুয়ো ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জল্পনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub