সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশের মতোই তিনিও প্রাক্তন ভারতীয় নৌ-সেনা কর্মী কুলভূষণ যাদবের পাশেই রয়েছেন। রবিবার গয়া কলেজে অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের সভা থেকে এমনটাই বার্তা দিলেন বিতর্কিত ছাত্রনেতা কানহাইয়া কুমার। প্রতিবেশী দেশ পাকিস্তানকে যেন এখনই ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ ঘোষণা করে কেন্দ্র, সেই দাবিও তোলেন তিনি।
কানহাইয়ার দাবি, ‘শক্তিশালী রাষ্ট্রগুলি কখনই কোনও কিছুর জন্য অন্যের কাছে হাত পাতে না। নিজেরাই নিয়ম তৈরি করে।’ তিনি আরও বলেন, চরমপন্থা মনোভাব পাকিস্তানকে ধ্বংস করেছে, আর এখন ভারতে শিকড় ছড়িয়েছে। এর পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে দ্বিমুখী মনোভাব দেখানোর অভিযোগ তুলে বলেন, ‘আমাদের শক্তিশালী সরকার কেন পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করছে না? আমাদের এখনই এগিয়ে আসা উচিত। পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করার জন্য আমেরিকা বা অন্যান্য দেশকে অনুরোধ করে কিছু হবে না। যারা ক্ষমতাশালী গোটা বিশ্ব কেবল তাদের কথাই শোনে।’
দারিদ্র, অনাহার, মূল্যবৃদ্ধি, বেকারত্ব ইত্যাদিকে ইচ্ছাকৃতভাবে দূরে সরিয়ে ‘লাভ জিহাদ’ সহ অন্যান্য জিনিসগুলিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিন এই অভিযোগও তোলেন কানাহাইয়া। এর পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশে বলেন, অ্যান্টি রোমিও স্কোয়াড যারা কিনা ছোট ছোট ছেলেমেয়েদের হেনস্তা করছে, তাঁদের বদলে অ্যান্টি হাঙ্গার স্কোয়াড তৈরি করা উচিত। একইসঙ্গে বলেন, রাজ্য সরকারের উচিত অনাহার, অপুষ্টি এবং বেকারত্ব দূর করতে ব্যবস্থা গ্রহণ করা। কানহাইয়ার মতে, গত বছর ডালের জোগান কম পড়ার পিছনে ষড়যন্ত্র রয়েছে। এমনকী এতে ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগও তুলেছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.