Advertisement
Advertisement
Mayawati

প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে হবে মায়াবতীকে, INDIA জোটে ঢুকতে শর্ত দিল বিএসপি

এতদিন ইন্ডিয়া এবং এনডিএ জোটের থেকে সমান দূরত্ব বজায় রাখছিল বিএসপি।

Declare Mayawati PM candidate, BSP leader's condition for INDIA bloc
Published by: Subhajit Mandal
  • Posted:December 29, 2023 9:52 am
  • Updated:December 29, 2023 12:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন ইন্ডিয়া এবং এনডিএ দুই শিবিরের থেকেই দূরত্ব বজায় রাখছিলেন মায়াবতী। বিরোধী শিবিরের চেয়ে বেশি বিজেপির সুরই শোনা যাচ্ছিল তাঁর মুখে। এবার খানিক অবস্থান বদলানোর ইঙ্গিত দিলেন বেহেনজির দলের সাংসদ। ইন্ডিয়া (INDIA) জোটে তাঁদের বিশেষ আপত্তি নেই, শুধু মায়াবতীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করতে হবে। দাবি করলেন বিএসপির সাংসদ মলুক নাগর।

তাঁর দাবি, ইন্ডিয়া জোট যদি মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার কথা ভেবে থাকে তাহলে মায়াবতী বেশি ভালো বিকল্প হতে পারেন। খাড়গের চেয়ে বেশি গ্রহণযোগ্য মায়াবতী। বিএসপি সাংসদ মলুক নাগর এক সাক্ষাৎকারে স্পষ্ট বলেছেন, ‘‘লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) মায়াবতীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা উচিত। একমাত্র সেটা করলেই ২০২৪-এ বিজেপিকে রোখা সম্ভব।”

Advertisement

[আরও পড়ুন: আবু ধাবিতে তৈরি প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন মোদি]

মায়াবতীর (Mayawati) দলের সিনিয়র নেতা বলছেন, “কংগ্রেস যদি কোনও দলিতকে প্রধানমন্ত্রী মুখ হিসাবে চায় তবে মায়াবতীই সেরা।” তাঁর ইঙ্গিত এই শর্ত মেনে নিলে বিএসপি ইন্ডিয়া জোটে ঢুকে পড়তে পারে, সেক্ষেত্রে ‘বেহেনজি’ ইন্ডিয়াকে সদর্থকভাবে দেখবেন। মলুক নাগর বলছেন, একাধিক রাজ্যে বিএসপির ভোটব্যাঙ্ক আছে। শুধু উত্তরপ্রদেশেই ১৩ শতাংশের বেশি ভোট রয়েছে। ফলে ৬০টির বেশি আসন জিততে পারে বিএসপি। বিএসপির (BSP) ওই সাংসদ বলছেন, মায়াবতীর মূল রাগ কংগ্রেসের উপর। কংগ্রেসের উচিত বিএসপির বিধায়ক ভাঙানোর জন্য ক্ষমা চাওয়া। একই সঙ্গে তাঁর দাবি, মায়াবতীকে ইন্ডিয়া জোটে নিতে আপত্তি নেই অখিলেশ যাদবেরও।

[আরও পড়ুন: বাংলায় তৃণমূলের সঙ্গে জোট করা উচিত নয়, দূরত্ব ভুলে একযোগে দাবি দীপা-অধীরের]

যদিও মায়াবতীর এই ‘অযৌক্তিক’ দাবি ইন্ডিয়া (INDIA) জোট সম্ভবত মানবে না। প্রথমত, ভোটের আগে কাউকে মুখ না ঘোষণা করাটা ইন্ডিয়া জোটের ঘোষিত নীতি। তাছাড়া উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের আসনরফা অনেক দূর এগিয়েছে। এর পর মায়াবতীকে জোটে জায়গা দিতে হলে সব সমীকরণ নষ্ট হবে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement