সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে অখিলেশ-রাহুল জোটকে কার্যত ‘হোয়াইট ওয়াশ’ করে দুই-তৃতীয়াংশ আসন জয় করলেও মুখ্যমন্ত্রী পদে কে বসবে তা এখনও জানায়নি বিজেপি৷ এবিষয়ে প্রশ্ন করা হলে, উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতি কেশব প্রসাদ মৌর্য্য জানান, শনিবার পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী পদের মনোনয়নের বিষয়টির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে৷
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মৌর্য্য বলেন, “মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করবে পরিষদীয় দল৷ মার্চের ১৯ তারিখেই শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী|” ইতিমধ্যে, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মুখ্যমন্ত্রী নির্বাচনের দ্বায়িত্ব দিয়েছেন মৌর্য্যকে৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে এমন একজন নেতাকে চাইছে বিজেপি যে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দলকে এগিয়ে নিয়ে যেতে পারে৷ সম্প্রতি, ওই পদের জন্য মৌর্য্যকেই বেছে নেওয়া হতে পারে বলে জল্পনা চলছে৷
২০১৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ জুড়ে বিজেপির উত্থানের কারণ ছিল অনগ্রসর শ্রেণি (যাদব নয়) ও দলিতদের সমর্থন। তাই ২০১৭ সালে সেই শ্রেণিকে কাজে লাগাতে গেরুয়া শিবির তুলে এনেছিল বেশ কয়েকটি মুখ যাঁর মধ্যে প্রধান হচ্ছেন কেশব প্রসাদ মৌর্য্য। ফুলপুরের সাংসদ মৌর্য্যকে ২০১৬ সালে উত্তরপ্রদেশের দায়িত্বভার দেওয়া হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.