Advertisement
Advertisement

Breaking News

নোট বাতিলের ভোগান্তিতেও নজরকাড়া পদক্ষেপ ওলা চালকের

চালকটি যেন তাই এই মুহূর্তে সব মানুষেরই প্রতিনিধি হয়ে উঠেছেন৷

Decision of Ola Driver of Delhi in Note Crunch Goes Viral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 12, 2016 1:08 pm
  • Updated:November 12, 2016 9:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোর বিপদে পড়েছিলেন দিল্লিবাসী বিপ্লব অরোরা৷ তখন সদ্য সদ্য প্রধানমন্ত্রী ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেছেন৷ সারা দেশ তোলপাড়৷ তিনি অবশ্য এ নিয়ে তেমন বিচলিত হননি৷ স্টেশন যাওয়ার পথে বুক করেছিলেন ওলা৷ কেননা ‘ওলা মানি’র ভরসা ছিল তাঁর৷

কিন্তু বিপাকে পড়লেন অন্য কারণে৷ স্টেশনে পৌঁছানোর পর৷ দেখলেন, যা বিল হয়েছে তা তাঁর ভার্চুয়াল ওয়ালেটে নেই৷ এদিকে হাতে আছে সব পুরনো টাকার নোট৷ কাঁচুমাচু হয়ে সে কথা তিনি জানান চালককে৷ আর তাতে যা উত্তর পেলেন তা রীতিমতো চমকপ্রদ৷

Advertisement

ফেসবুকে এ অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছিলেন বিপ্লব৷ ঠিক ওই মুহূর্তে চালকটি তাঁকে জানিয়েছিলেন, “আর টাকা দিতে হবে না৷ ভোগান্তি তো সবারই হচ্ছে৷ এটুকু নাহয় মেনেই নিলাম৷ সরকারের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত৷ দেশের উন্নতিতে আমার এটুকু অবদান থাকল৷”

সোশ্যাল মিডিয়ার দৌলতে ওলা চালকের এ কথা এখন ভাইরাল৷ চার হাজারেরও বেশি মানুষ শেয়ার করেছেন তাঁর এ কথা৷ সারা দেশে যখন ভোগান্তির ছবি, তখন নিঃসন্দেহে ব্যতিক্রমী এই ওলা চালক৷ শুধু তাই নয়, ভোগান্তি সত্ত্বেও গোটা দেশের মানুষই আশ্চর্য রকমের শান্ত৷ চালকটি যেন তাই এই মুহূর্তে সব মানুষেরই প্রতিনিধি হয়ে উঠেছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement