Advertisement
Advertisement
Online game Tax

বাংলার দাবিকেই মান্যতা, অনলাইন গেমে আরও বেশি করের সিদ্ধান্ত কেন্দ্রের

এবার কত টাকা দিতে হবে কর হিসেবে?

Decision of 28% tax on online games on GST Council meet | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 12, 2023 10:04 am
  • Updated:July 12, 2023 10:04 am

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: অনলাইন গেমিং, ঘোড়দৌড় এবং ক্যাসিনোতে ২৮ শতাংশ কর দিতে হবে। মঙ্গলবার দিল্লিতে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (জিএসটি) কাউন্সিলের ৫০তম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগে এই ক্ষেত্রে ১৮ শতাংশ কর দিতে হত। সেই সঙ্গে এদিনের বৈঠকে বিশেষ ওষুধের জন্য কর ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে।

ক্যানসারের ওষুধের উপর আইজিএসটি অপসারণেরও অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সিনেমা হলে খাবার ও পানীয়ের দাম কমাতেও উদ্যোগী হয়েছে কাউন্সিল। বৈঠকে সিনেমা হলের খাবার ও পানীয়ের বিলে জিএসটি কমানোর সুপারিশেরও অনুমোদন দেওয়া হয়েছে।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। তিনি বলেন, “বাংলাই প্রথম থেকে অন লাইন গেমিং-এ সর্বোচ্চ ২৮ শতাংশ করের দাবি তুলেছিল। কারণ, এই অনলাইন গেমিং-এর প্রভাব সামাজিক ক্ষেত্রে বিশেষ করে ছোটদের উপরে পড়ে। আমরা খুশি এটি মানা হয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: রামকৃষ্ণ-বিবেকানন্দের বক্তব্যের অপব্যাখ্যা দিয়ে বিতর্কে, কে এই অমোঘ লীলা দাস?]

চন্দ্রিমার দাবি, “বৈঠকে গোয়া অনেক চেষ্টা করেছিল বিষয়টি যাতে না এগোয়। সিকিমও অল্পবিস্তর চেষ্টা করে। কিন্তু উত্তরপ্রদেশ থেকে শুরু করে বাকি রাজ্যগুলি বিরোধিতায় তা ধোপে টেকেনি।” মঙ্গলবার বিজ্ঞান ভবনে বৈঠক শুরুর পরই উত্তপ্ত হয়ে ওঠে।

সম্প্রতি জিএসটি নেটওয়ার্ক (জিএসটিএন) জিএসটিএনকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, পিএমএলএ-র আওতায় আনার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এই বিষয়টি নিয়েই সরব হন দিল্লির অর্থমন্ত্রী আতিশী মারলেনা। জিএসটিএনকে পিএমএলএ-র আওতাতে আনা হলে ইডি-র সংস্থা সেখান থেকে তথ্য ব্যবহার করে ব্যবসায়ীদের উপর চাপ দেবে বলে সরব হন আতিশী। তাঁকে সমর্থন করে বাংলা-সহ অনেক রাজ্য।

[আরও পড়ুন: বাম-কংগ্রেস জোট নাকি তৃণমূল, ‘মডেল’ সাগরদিঘিতে জিতল কারা?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement