সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্দোরের (Indore) দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫। বৃহস্পতিবার রামনবমী উপলক্ষে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বালেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে বহু ভক্তের সমাগম হয়। আচমকাই মন্দিরের একটি ছাদ ভেঙে পড়ে। বৃহস্পতিবারই ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরের দিন উদ্ধারকারীদের তরফে জানা যায়, অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এখনও বেশ কয়েকজন কুয়োর মধ্যে নিঁখোজ রয়েছেন। তাঁদের উদ্ধার করতে জোরকদমে তল্লাশি চলছে।
ইন্দোরের (Indore Temple) বিখ্যাত বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে রামনবমী উপলক্ষে প্রচুর মানুষ ভিড় জমান। মন্দিরের ভিতরে একটি প্রাচীন কুয়ো রয়েছে। কিন্তু পরে সেই কুয়োর উপরে একটি ছাদ তৈরি করা হয়। সেই ছাদের উপরেই অনেকে দাঁড়িয়েছিলেন। ভিড়ের চাপেই ছাদটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে কুয়োর মধ্যে তলিয়ে যান বহু ভক্ত। উপস্থিত জনতাই উদ্ধার কাজ শুরু করেন।
শুক্রবার ইন্দোরের কালেক্টর ইলায়ারাজা টি জানান, “সব মিলিয়ে ৩৫জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা গিয়েছে ১৪ জনকে। এখনও এক জন নিখোঁজ রয়েছেন বলে অনুমান। তবে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা থেকে উদ্ধারকাজ শুরু হয়েছিল। ১৮ ঘণ্টা কেটে গেলেও উদ্ধারের কাজ চলছে।” দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে মন্দিরের প্রধান পুরোহিত লক্ষ্মীনারায়ণ শর্মা জানিয়েছেন, শক্তপোক্ত ভিত না গড়েই কুয়োর উপর ছাদ বানানো হয়েছিল। ফলে প্রশ্ন উঠছে, কেন একসঙ্গে প্রচুর ভক্তকে মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হল?
Stepwell collapse at Indore temple | Death toll rises to 35
18 people were admitted to the hospital, out of which 2 people have been discharged. 35 people died. One person is still missing. Army, NDRF & SDRF teams are conducting search & rescue operation: Indore Collector Dr… pic.twitter.com/3Ff6VzAkXs
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) March 31, 2023
দুর্ঘটনার খবর পেয়েই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তারপরেই জানানো হয়, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে। সেই সঙ্গে মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকেও ৫ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। আহতদের জন্য ৫০ হাজার টাকার সাহায্য ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার। ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.