Advertisement
Advertisement

Breaking News

Wayanad Landslide

ভূমিধসে মৃত্যুপুরী ওয়ানড়! মৃতের সংখ্যা বেড়ে ১৫৬, এখনও নিখোঁজ বহু

যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে সেনা।

Wayanad landslide: Death toll reaches 156 due to the natural disaster
Published by: Biswadip Dey
  • Posted:July 31, 2024 9:22 am
  • Updated:August 1, 2024 5:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের ওয়ানড়ে ভয়াবহ ভূমিধসে (Wayanad landslide) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ধস এবং প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ১৫৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জখম ১৮০-র বেশি। শতাধিক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা। পরিস্থিতির গুরুত্ব বুঝে সেনাবাহিনীকে আগেই নামানো হয়েছিল। মঙ্গলবার বিকালের দিকে নামানো হয়েছে নৌসেনা ও বায়ুসেনাকেও।

এদিকে জেলা প্রশাসন নিখোঁজ মানুষের সংখ্যাটি সম্পর্কে নিশ্চিত হতে চায়। আর সেই কারণেই তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত অস্থায়ী সেতু বানিয়ে হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছ সেনা।

Advertisement

[আরও পড়ুন: গোলান হামলার বদলা, ইজরায়েলের পালটা মারে খতম হেজবুল্লা কমান্ডর ফুয়াদ শুক্র]

এক সিনিয়র আর্মি অফিসার জানাচ্ছে, ১৫ দিন ধরেই সেনাকে সতর্ক করা হয়েছিল। আর তার পরই মঙ্গলবার কেরল সরকারের তরফে যোগাযোগ করা হয় দ্রুত। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয় এর পর থেকেই। ওয়ানড় জুড়ে ৪৫টি ত্রাণ শিবির গড়ে তোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন ৩ হাজার ৬৯ মানুষ।

এদিকে মঙ্গলবারই জানা গিয়েছিল সংকটের মুহূর্তে ওয়ানড়বাসীর পাশে দাঁড়াতে সেখানে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবং ওই কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। কিন্তু মঙ্গলবার রাতে রাহুল এক্স হ্যান্ডলে জানিয়ে দেন, বুধবারই তাঁদের যাওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষের পরামর্শে আপাতত তাঁরা উপদ্রুত অঞ্চলে যাচ্ছেন না। তবে সেই সঙ্গেই ওয়ানড়বাসীকে তিনি আশ্বাস দিয়েছেন, যত দ্রুত সম্ভবত তাঁরা সেখানে যাবেন। আপাতত দূর থেকেই পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা এবং সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।

[আরও পড়ুন: রোজ লেট! যাত্রী বিক্ষোভে ব্যাহত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement